বালুরঘাটে দাবার দীপ্তি, খুদেদের চোখে স্বপ্ন জ্বালালেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া

0
180

বালুরঘাটে দাবার দীপ্তি, খুদেদের চোখে স্বপ্ন জ্বালালেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া

বালুরঘাট, ২৬ মে —– দাবা শুধু খেলা নয়, মননের শিল্প—আর সেই শিল্প বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার স্বপ্ন নিয়েই দক্ষিণ দিনাজপুরে পা রাখলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। সোমবার বিকেলে বালুরঘাটের বালুছায়া সভাকক্ষে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে তাঁকে সংবর্ধিত করল দক্ষিণ দিনাজপুর জেলা দাবা সংস্থা। পাশে সম্মান পেলেন আন্তর্জাতিক আরবিটার অসিতবরণ চৌধুরীও।

জেলার তরুণ দাবারুদের সঙ্গে দেখা করেই মুগ্ধ জাতীয় গ্র্যান্ডমাস্টার। তাঁদের চোখে দেখলেন স্বপ্ন, চেতনায় খুঁজে পেলেন আগুন। বললেন, “এ জেলায় সম্ভাবনার অভাব নেই, প্রয়োজন সঠিক দিশা আর নিবিড় প্রশিক্ষণ।” তাঁরই উদ্যোগে কলকাতা থেকে পাঠানো হবে এক্সপার্ট কোচ, যিনি সপ্তাহে তিনদিন বালুরঘাটে কোচিং দেবেন খুদের দলকে। যার খরচ বহন করবে সারা বাংলা দাবা সংস্থা বলে জানালেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত দিব্যেন্দু বড়ুয়া।

এর আগেই এদিন দুপুরে তিনি পরিদর্শন করেন জেলা দাবা সংস্থার একমাত্র কোচিং ক্যাম্পটি। পরিকাঠামোগত ঘাটতি কীভাবে পূরণ করা যায়, তার খুঁটিনাটি খতিয়ে দেখেন। পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গেও হয় গুরুত্বপূর্ণ আলোচনা। জানা গেছে, আগামী দিনে বালুরঘাটের ইন্ডোর স্টেডিয়ামে আয়োজন করা হতে পারে ‘গৌড় বঙ্গীয়’ ও ‘অল বেঙ্গল’ দাবা টুর্নামেন্ট। দাবার মানচিত্রে দক্ষিণ দিনাজপুরকে এগিয়ে আনতেই এমন পরিকল্পনা বলেও জানিয়েছেন তিনি।

এদিনের যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট সদর ডিএসপি বিক্রম প্রসাদ, মহকুমাশাসক সুব্রত বর্মন, শিশু কল্যাণ সমিতির চেয়ারপার্সন মন্দিরা রায়, বিশ্বনাথ লাহা সহ জেলার বহু বিশিষ্ট ব্যক্তি। সবার মুখেই ছিল একটাই প্রত্যাশা—জেলার ছেলেমেয়েরা দাবায় নতুন দিগন্ত ছোঁবে।

দিব্যেন্দু বড়ুয়া স্পষ্ট করে দেন, প্রতিভা শুধু শহরে নয়, গড়ে ওঠে প্রান্তিকেও। তাই তিনি নিজে বিভিন্ন জেলায় ঘুরে দেখছেন ছোটদের অনুশীলন পরিকাঠামো।
খুদে দাবারুদের উদ্দেশে তাঁর সহজ বার্তা—“প্রতিদিন অন্তত তিন থেকে চার ঘণ্টা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো। সাফল্য অনেক দূরে নয়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here