আলিপুরদুয়ার : খাঁচাবন্দী হল একটি পূর্ণবয়ষ্ক লেপার্ড আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বাইশদুরা এলাকা ঘটনা। গতকাল রাত দুটো পর বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী পূর্ণবয়ষ্ক লেপার্ড।
খবর পেয়ে রাত থেকেই লেপার্ড দেখতে ভিড় জমায় বাসিন্দারা। আজ ভোর সকালে বনদফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ঘটনাস্থলে পৌছে খাঁচাবন্দী লেপার্ডটি উদ্ধার করে নিয়ে যায়।
বেশ কিছু দিন যাবৎ ধরে এই এলাকায় উৎপাত চালাচ্ছিল লেপার্ড। খাঁচাবন্দী হ ওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাসিন্দারা।