দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর মাননীয়া সেক্রেটারী ম্যাডাম কেয়া বালা মহাশয়ার নির্দেশে গঙ্গারামপুর ব্লকের বসুরিয়া জিপি, র রতিনাথপুর আই সি ডি এস সেন্টার , অশোকগ্রাম জিপি, র অশোকগ্রাম ভেস্ট পাড়া আই সি ডি এস সেন্টার এবং অশোকগ্রাম শাহ পাড়া আই সি ডি এস সেন্টারে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় আজ ২২শে মে ২০২৫
বাল্যবিবাহ মুক্ত জেলা ও মানব পাচার রোধে কার্যকর করতে প্রশাসনের উদ্যোগ কে সফল করার জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো শিবির,
উপস্থিত ছিলেন আই সি ডি এস সুপার ভাইজার বাপি ভদ্র মহাশয়া, আই সি ডি এস কর্মি মুক্তা সরকার, ভক্তি সরকার, কবিতা বর্মন
এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর বেস্ট অধিকার মিত্র তথা পি এল ভি গোলাম রাব্বানী মহাশয়,
বাল্য বিবাহ না করা ওবাল্য বিবাহ না হয় তার জন্য শপথবাক্য পাঠ করেন কিশোরী মেয়েরা,
বাল্য বিবাহ ও মানব পাচার সহ আলোচনা করেন
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে কি কি সুবিধা পাওয়া যাবে এবং কারা কারা বিনামুল্যে উকিল বাবু পাবেন সে বিষয়ে প্রচার করেন ।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সকলের জন্য পরিষেবা ।
বিনামুল্যে আইনি পরামর্শ, মামলার পূর্বে আপোষ নিষ্পত্তি , লোক আদালতে আপোষের মাধ্যমে দ্রুত মামলার নিষ্পত্তি ,
অঞ্চল , থানা, ব্লকে নিযুক্ত পি এল ভি দ্বারা আইনি সহায়তা প্রদান।
কারা কারা বিনামুল্যে উকিল বাবু পাবেন –
মহিলা , শিশু, তফসিলি জাতি , তফসিলি উপজাতি, কারাগারে বন্দী বা পুলিশ হেফাজতে আছেন এমন ব্যাক্তি রা ।
শিশুদের সু সাস্থ্য , শিশুদের পুষ্টি , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা আলোচনা করা হলো।
বিশেষ করে বাল্য বিবাহ যাহাতে না হয় তার উপরে জোর দেওয়া হয়
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর লিফলেট বিতরণ করেন ।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর আধিকার মিত্র তথা পি এল ভি গোলাম রাববানী মহাশয়