এক বছরেই দু’বার! ভেঙে পড়ল ৩৩ কোটির আত্রেয়ী ড্যাম, কাটমানি নিয়ে বালুরঘাটে কাদা ছোড়াছুড়ি তৃণমূল-বিজেপির
বালুরঘাট, ২০ মে —– এক বছরেই দুবার ভাঙলো ৩৩ কোটির ড্যাম! দুকোটির মেরামতি শেষ না হতেই ফের হুড়মুড়িয়ে ভাঙলো বালুরঘাটের আত্রেয়ী রিভার ড্যাম। মঙ্গলবার ভোর রাত থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় বালুরঘাট শহরের ১৩ নম্বর ওয়ার্ডের ডাকরা এলাকায়। ঘটনা নিয়ে কাটমানি ও পালটা কাটমানির অভিযোগ তুলে সরব তৃণমূল ও বিজেপি। পরিস্থিতি খতিয়ে দেখে তদন্ত শুরুর আশ্বাস প্রশাসনের।
প্রসঙ্গত বিগত তিন দিন ধরে উত্তরের জেলাগুলিতে লাগাতার বৃষ্টির জেরে জলস্তর বৃদ্ধি পেয়েছে আত্রেয়ী নদীর। যার জেরে সোমবার রাত্রি প্রায় ২টা নাগাদ প্রবল জলের স্রোতে ভেঙে তলিয়ে যায় আত্রেয়ীর ড্যামের পশ্চিম দিকের বেশকিছুটা অংশ। যাকে ঘিরেই আতঙ্ক তৈরি হয় আত্রেয়ীর পাড়ের বাসিন্দাদের মধ্যে। কেননা কিছুদিন আগে ওই নদীর পশ্চিম পাড়ের বাঁধের তলার মাটি সরে গিয়ে ড্যামের সেতু ভেঙে পড়েছিল। ক্ষতিগ্রস্থ সেই অংশের কাজ শুরু না হতেই এবারে নদীর মাঝ বরাবর কংক্রিটের আস্ত ড্যামই ভেঙে তলিয়ে গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, এইভাবে বাধ ভেঙে যাবার ফলে এই এলাকার বিস্তৃর্ণ অঞ্চলে রীতিমতো ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। সঠিকভাবে কাজ না হবার কারনেই বারংবার এভাবে বাধ ভেঙে আতঙ্ক তৈরি হচ্ছে বাসিন্দাদের মধ্যে। প্রশাসন সুত্রের খবর অনুযায়ী, জেলার কৃষকদের জলের সমস্যা মেটাতে বালুরঘাটে আত্রেয়ীর বুকে প্রায় ৩৩ কোটি টাকা বরাদ্দে ড্যাম তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। যে ড্যাম নির্মানের একবছরের মধ্যেই পশ্চিম পাড়ের বাধের তলার মাটি সরে গিয়ে ড্যামের সেতু ভেঙে পড়েছিল। যার মেরামতি ও প্রোটেকশনের জন্যও প্রায় দুকোটি টাকা খরচও হয়েছে ইতিমধ্যে। তারই মাঝে এদিন ফের আত্রেয়ী নদীর মাঝ বরাবর কংক্রিটের ড্যাম ভেঙে তলিয়ে যায়। যাকে ঘিরে এদিন সকাল থেকে তুমুল হুলুস্থুল পরিস্থিতি তৈরি হয়। যে ঘটনার খবর পেয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র থেকে শুরু করে সাংসদ তথা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, জেলাশাসক, পুলিশ সুপার, মহকুমাশাসক সকলেই ছুটে গিয়ে এলাকা পরিদর্শন করে খতিয়ে দেখেছেন পরিস্থিতি। প্রশাসনিক ভাবে বিষয়টি খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দেওয়া হলেও ঘটনা নিয়ে কাটমানির অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল ও বিজেপি। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতাদের কাটমানির জেরেই এই ঘটনা। পালটা রেলের কাজ নিয়ে সুকান্তর বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূলও। তাদের অভিযোগ তৃতীয় শ্রেণীর ইট ব্যবহার করে স্টেশনের কাজ থেকে যে কাটমানি তুলছে বিজেপি নেতারা তা নিয়ে কেন নিশ্চুপ সুকান্ত ?
সুকান্ত মজুমদার বলেন, ড্যাম নির্মানে প্রথম থেকেই নিম্নমানের কাজ হয়েছে। তৃণমূল নেতারা কাটমানি খেয়েছে বলেই তা আজ ভেঙে পড়েছে।
কাটমানি ইশুতে পালটা সুকান্তকে আক্রমণ করেছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। তিনি বলেন, রেলের অমৃতভারত স্টেশনের নামে কি পরিমান কাটমানি তুলছে বিজেপি নেতারা, তা দেখুক সুকান্ত বাবু। প্রকাশ্যে তিন নম্বর ইট দিয়ে কাজ হচ্ছে। তার আরো দাবি এই ঘটনা প্রাকৃতিক দুর্যোগের কারনে ঘটেছে। যা নিয়ে অহেতুক রাজনৈতিক করতে এসব মন্তব্য করছেন তিনি।
এদিকে এই ঘটনা নিয়ে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সুব্রত ফৌজদার ও নারায়নী হালদাররা বলেন, এইভাবে বাধ ভাঙতে থাকলে পুরো এলাকাটাই আত্রেয়ীর বুকে তলিয়ে যাবে। ঘটনা নিয়ে তারা যথেষ্টই আতঙ্কিত।
বালুরঘাটের মহকুমাশাসক সুব্রত কুমার বর্মন বলেন, ঘটনাস্থল তারা পরিদর্শন করে খতিয়ে দেখেছেন। তবে কি কারনে এই বাধের ভাঙন তা ইঞ্জিনিয়াররা তদন্ত করে দেখে স্পষ্ট করবেন।