কুখ্যাত এক সমাজবিরোধী ও তার ছেলেকে বাড়ি থেকে ২০০গ্রাম প্রায় আড়াই লক্ষ টাকার হিরোইন উদ্ধার করল পুলিশ

0
176

গঙ্গারামপুর থানার অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী এলাকার দুমুঠা ফরিয়াদপুর এলাকায় কুখ্যাত এক সমাজবিরোধী ও তার ছেলেকে বাড়ি থেকে ২০০গ্রাম প্রায় আড়াই লক্ষ টাকার হিরোইন উদ্ধার করল পুলিশ,ধৃতদের পাঠানো হলো আদালতে, তদন্তে পুলিশ
শীতল চক্রবর্তী বালুরঘাট ১৮ মে দক্ষিণ দিনাজপুর।গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তবর্তী এলাকার বাসিন্দা এক কুখ্যাত সমাজবিরোধী বাড়ি থেকে ২০০ গ্রাম হিরোইন সহ বাড়ির মালিক ও তার ছেলেকে সহ দুজনকে গ্রেফতার করলো পুলিশ। উদ্ধার হওয়া হিরোইনের বাজার মূল্য পায় ২লক্ষ ৫০ হাজার টাকা।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের দুমুঠা ফরিয়াদপুর এলাকায়। গঙ্গারামপুর থানা আইসি গোপন সূত্রে খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী নিয়ে গিয়ে ম্যাজিস্ট্রেট সাথে রেখে অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালান।সেখানেই অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের দুমুঠা ফরিয়াদপুর এলাকার কুখ্যাত সমাজবিরোধী সারজামাল আলী(৪৪)ও তার ছেলে শাকিল আলী(২৩)নামে বাবা ও ছেলেকে ২০০ গ্রাম হিরোইন সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।ধৃতদের আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এমন কুখ্যাত সমাজবিরোধী ও তার ছেলে গ্রেফতার হওয়ায় পুলিশের কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। গঙ্গারামপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে,অভিযুক্ত সীমান্তবর্তী এলাকার অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের দুমুঠা ফরিয়াদপুর এলাকার কুখ্যাত সমাজবিরোধী সারজামাল আলী ও তার ছেলে শাকিল আলী,বহুদিন ধরেই সীমান্ত এলাকার যুবকদের হিরোইনের ব্যবসা করে যুব সমাজকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছিল বলে পুলিশের কাজের খবর ছিল। এরমধ্যেই তারা ফুলে ফেঁপে উঠেছিল বলে পুলিশের কাছে খবর ছিল।শনিবার গভীর রাতে সেই খবর পাবার পরেই গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র, থানার টাউন অফিসার এসআই বিশ্বজিৎ বর্মন ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালালে ২০০ গ্রাম হিরোইন ওই অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়।সেই সঙ্গে পুলিশ এলাকার কুখ্যাত সমাজ বিরোধী ও তার ছেলেকে গ্রেফতার করে রাতেই থানায় নিয়ে আসে।গঙ্গারামপুর থানা সুত্রে জানা গেছে ধৃত সারজামাল আলীর বিরুদ্ধে এর আগেও একটি খুনের মামলা রয়েছে যে ঘটনার আদালতে বিচার চলছে। শনিবার রাতে পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হিরোইন সহ দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।রবিবার দুজনকেই নির্দিষ্ট ধারা দিয়ে আদালতে পাঠানো হয়।সোমবার তাদের জেলা আদালতে পাঠানো হলে পুলিশ তাদের নিজেদের হেফাজের চেয়ে আবেদন করবে বলে থানা সূত্রে জানা গেছে। গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র জানিয়েছেন “,অভিযুক্ত বাড়ি থেকে ২০০গ্রাম হিরোইন যার বাজার মূল্য আড়াই লক্ষ টাকা, পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তা উদ্ধার করেছে। ধৃত অভিযুক্ত বাবা ও ছেলেকে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ ঘটনার শুরু করেছে।” সীমান্তবর্তি এলাকার কুখ্যাত সমাজ বিরোধী ও তার ছেলে গ্রেপ্তার হওয়ায় পুলিশের কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here