ভারতের বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি বিরাট মিছিল

0
87

হরিরামপুর: ভারতের বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি বিরাট মিছিল বের করল হরিরামপুর শহরজুড়ে , রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ভারতীয় বীর সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন হরিরামপুর শহর জুড়ে একটি বিরাট মিছিল বের করা হয় যে মিছিলটি হরিরামপুরের তৃণমূলের দলীয় কার্যালয় থেকে শুরু করে পুরো হরিরামপুর শহর পরিক্রমা করে আবার বাসস্ট্যান্ডে এসে শেষ হয় । যেখানে উপস্থিত ছিলেন, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী , হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মনোজিৎ দাস, জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ খগেশ্বর দেব শর্মা, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেম চাঁদ নুনিয়া, হরিরামপুর সমিতির সহ সভাপতি ফিরোজ আলম,হরিরামপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ উত্তম দাস, হরিরামপুর ব্লক তৃণমূল নেতা তোফাজ্জল হোসেন, হরিরামপুর ব্লক কৃষাণ খেতমজুরের সভাপতি আজাহার হোসেন, বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা পারভিন, সহ আরো অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, মিছিল শেষে হরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি পথসভা করেন হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি এদিনের এই পথ সভাতে ভারতীয় বীর সৈন্যদের বীরত্ব সম্পর্কে আলোচনা করা হয় , এরপরেই শহীদ সৈন্যদের প্রতি শ্রদ্ধা সৌভাগ্য নিবেদনের জন্য মাল্য দান করেন একে একে ।

বাইট হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী ও হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মনোজিৎ দাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here