চোখের সামনে দুর্নীতি, অথচ প্রশংসার ফুলঝুড়ি সাংসদের!

0
148

চোখের সামনে দুর্নীতি, অথচ প্রশংসার ফুলঝুড়ি সাংসদের! বালুরঘাট স্টেশনের নির্মাণ ঘিরে ক্ষোভে ফেটে পড়ল তৃণমূল যুব ও ছাত্র পরিষদ

বালুরঘাট, ৫ মে ——- স্টেশনের এক কোণে ইটের স্তূপ। কাছ থেকে ছুঁলেই গুঁড়িয়ে যাচ্ছে টুকরো টুকরো হয়ে। প্ল্যাটফর্মের পিচ ও সিমেন্টের সংমিশ্রণ ছড়াচ্ছে ধুলোর চাদর। মে দিবসের সকালটা যেন বার্তা নিয়েই এসেছিল— ‘অমৃতভারত’ প্রকল্পের নামে দুর্নীতির বিষবাষ্প ছড়াচ্ছে রেল! অন্তত তেমনটাই দাবি রেলযাত্রী ও সমাজকল্যাণ উন্নয়ন সমিতির চেয়ারম্যান স্মৃতিশ্বর রায়ের। তিনি রেল পুলিশ ও জিআরপি-র সঙ্গে পরিদর্শনে গিয়ে যা দেখলেন, তা ক্যামেরাবন্দি করে বিস্ফোরক মন্তব্য— “তৃতীয় শ্রেণির ইট ব্যবহার! এর চেয়ে বড় দুর্নীতি আর কী হতে পারে?”

সেই ছবি ও ভিডিও মুহূর্তে ভাইরাল। ফেসবুক যেন হয়ে উঠল ক্ষোভের প্ল্যাটফর্ম। জনমানসে প্রশ্ন— উন্নয়নের নামে এই কী তবে ‘নতুন ভারতের’ নির্মাণ?

কিন্তু… ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মাথায় একেবারে ভিন্ন দৃশ্য। স্টেশনের পাশেই দাঁড়িয়ে স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদারের প্রশস্তি— “চমৎকার কাজ চলছে। রেল উন্নয়ন দৃশ্যমান।” যেন চোখের সামনে কুয়াশা ঢাকা বাস্তবকে চমৎকার শব্দে মোড়া হচ্ছে কৃত্রিম আলোয়!

সোমবার সেই দ্বৈত সুরের প্রতিবাদেই পথে নামে তৃণমূল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ। ধিক্কার কর্মসূচি, ডেপুটেশন জমা এবং জোরালো স্লোগানে মুখর হয়ে ওঠে বালুরঘাট স্টেশন চত্বর। যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরিশ সরকার ও ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষের নেতৃত্বে রেলের বিরুদ্ধে সরব হয় দলীয় কর্মী ও ছাত্রছাত্রীদের মিছিল।

অমরনাথ ঘোষ বললেন, “রেলের কাজের নামে চালাচ্ছে প্রতারণা। গায়ে সিমেন্টের প্রলেপ, ভিতরে দুর্নীতির পচন। সাংসদ সেই দুর্নীতির গায়ে মালা পরিয়ে দিচ্ছেন!” তাঁর হুঁশিয়ারি— “যত দিন না কাজের মানোন্নয়ন হচ্ছে, তত দিন চলবে আন্দোলন।”

রেল এখনও চুপ। কিন্তু সামাজিক পরিসরে ঝড় বইছে। প্রশ্ন উঠছে— উন্নয়নের নামে কী ঢেকে ফেলা হচ্ছে অযোগ্যতা ও অব্যবস্থার মুখ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here