পাচারের ফাঁদ নয়, সীমান্তের ছেলে মেয়েরা এবার ধরবে বন্দুক! ‘পথপ্রদর্শক’ কর্মসূচিতে দিশা দেখাচ্ছে দক্ষিন দিনাজপুর পুলিশ
বালুরঘাট, ২৫ এপ্রিল —– ছোটবেলা থেকেই সকলেই শুনে এসেছে—সীমান্ত মানেই অনিশ্চয়তা, পাচার, মাদক, অথবা ভিনরাজ্যে গিয়ে হাড়ভাঙা খাটুনি। কিন্তু এবার সেই ছক ভাঙছে হিলি। পাচারের আঁধার সরিয়ে স্বপ্নের আলো দেখাতে পথে নামল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। শুরু হল ‘পথপ্রদর্শক’—এক অভিনব কর্মসূচি, যা সীমান্ত এলাকার উচ্চ মাধ্যমিক পাস করা যুবক-যুবতীদের তৈরি করবে সেনা, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশে চাকরির জন্য।
শুক্রবার, হিলিতে উৎসবের আবহে শুরু হল এই প্রোজেক্ট। প্রশিক্ষণপ্রাপ্ত ৪২ জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হল বিশেষ টি-শার্ট। যেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল, ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, হিলি বিডিও চিরঞ্জিত সরকার, হিলি থানার আইসি ও অন্যান্য আধিকারিকরা।
চিন্ময় মিত্তাল বললেন, “যুব সমাজ বিপথে না গিয়ে দেশের হয়ে লড়ুক, সেটাই আমাদের লক্ষ্য। পাচারের হাতছানি নয়, আমরা দিতে চাই চাকরির দিশা।”
এই প্রশিক্ষণ হবে একেবারে বিনামূল্যে—দেওয়া হবে শরীরচর্চা, লিখিত প্রস্তুতি ও নিয়মিত মনোপরামর্শ।
অনেকেই বলছেন, এর আগে প্রশাসনের এমন মানবিক মুখ দেখা যায়নি। সীমান্ত এলাকার এক ছাত্র বলেন, “পুলিশ মানেই ভয় পেতাম। আজ তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। এখন বিশ্বাস হচ্ছে, আমিও কিছু করতে পারি।”
বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প শুধু কর্মসংস্থানের রাস্তাই খুলবে না, সীমান্ত এলাকায় সামাজিক স্থিতিও ফিরিয়ে আনবে।