বিজেপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইঁট বৃষ্টি! মাথা ফাটল সিভিক ভলেন্টিয়ারের, আহত আইসি। বালুরঘাটে বিজেপি-পুলিশ খন্ডযুদ্ধে ধুন্ধুমার কান্ড
বালুরঘাট, ১৯ এপ্রিল —— বিজেপির প্রতিবাদ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। মাথা ফাটল সিভিক ভলেন্টিয়ারের, গুরুতর আহত বালুরঘাট থানার আইসি। শনিবার বিকেলে সুকান্তর নেতৃত্বে বালুরঘাটে বিজেপির প্রতিবাদ মিছিলকে ঘিরে বিজেপি-পুলিশের খন্ডযুদ্ধে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শহরের থানা মোড় এলাকায়। পাল্টা লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে তুলেছে বিজেপিও। ঘটনায় চারজন বিজেপির নেতাকর্মী জখম হয়েছেন বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার। তবে পুলিশের দাবি, এই ঘটনায় দুই সিভিক সহ মোট ১০ জন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছে। যারা বর্তমানে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
প্রসঙ্গত, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হিংসা এবং নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এদিন প্রতিবাদ কর্মসূচি নেয় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। বালুরঘাট এস.ডি.ও অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ডাক দেওয়া হয় তাদের তরফে। এদিন বিকেলে যার প্রতিবাদে শহরের মঙ্গলপুর এলাকা থেকে একটি বিরাট মিছিল বের করে বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিলটি থানামোড়ে এসে পৌঁছাতেই পুলিশের ব্যারিকেড কার্যত উলটে দেয় বিক্ষোভকারীরা। তারই মাঝে পুলিশকে লক্ষ্য করে বিজেপির প্রতিবাদ মিছিল থেকে শুরু হয় ইটবৃষ্টি। মাথায় ইট লেগে গুরুতর জখম হন দুই সিভিক ভলেন্টিয়ার সহ প্রায় ১০ জন পুলিশ কর্মী। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাসও। এরপরেই চলে পালটা পুলিশের লাঠিচার্জ। যে ঘটনায় প্রায় চারজন বিজেপির নেতাকর্মী গুরুতর জখম হয়েছে বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ব্যারিকেডের একপাশে পুলিশ এবং অপর পাশে বিজেপির নেতাকর্মীদের থাকার কথা। কিন্তু পুলিশ মস্তানি দেখাতে তাদের দিকে এসে লাঠিচার্জ করেছে। তারা আগে লাঠিচার্জ না করলে এই ঘটনা ঘটত না। মস্তানি মারালে মার খেতেই হবে পুলিশকে।
দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, বালুরঘাট থানার আইসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছে। সমস্ত ভিডিও ফুটেজ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।