মন্ত্রী বিপ্লবের হাত ধরে বিজেপি কংগ্রেস, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলো কয়েকশো, উন্নয়নকে সামনে রেখেই দলবদল,জানাবেন দলবদলকারীরা শীতল চক্রবর্তী বালুরঘাট ১৮ই এপ্রিল দক্ষিণ দিনাজপুর।মন্ত্রীর হাত ধরে ৭৩ টি পরিবার থেকে ২১৯জন সিপিআইএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূলের ব্লক সভাপতি পার্থপ্রতিম মজুমদারের নেতৃত্বে করা হলো এই যোগদান। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ৩ নম্বর এলাহাবাদ অঞ্চলের কানাহারপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের উপস্থিতিতে করা হয় এই অনুষ্ঠান। তৃণমূত্রের খবর, সিহল কানাহারপারা এলাকার মানুষজন বহু দিন থেকেই সিপিআইএম ও বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। ওই এলাকার মানুষজনেরা কোনো রকম দল থেকে সহযোগিতা পেতেন না। তৃণমূল কংগ্রেসের বহু উন্নতি ও সাধারণ মানুষের জন্য সহযোগিতা করে এসছেন। তৃণমূল সরকারের বিভিন্ন রকম উন্নতি মূলক কাজকর্ম দেখেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কানাহারপাড়ার গ্রামবাসীরা। ওই গ্রাম থেকে ৭৩ টি পরিবারের ২১৯ জন গ্রামবাসী রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে পতাকা তুলে নেন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যে ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, বিশিষ্ট সমাজসেবী সার্দুল মিত্র, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার, বংশীহারী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম মজুমদার,পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ কর্মধক্ষ,অঞ্চল সভাপতি খাদেমুল ইসলাম, প্রধান ঊর্মিলা পারভিন, বিশিষ্ট সমাজসেবী গোলাম মোস্তফা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা।
এবিষয়ে রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, সিপিআইএম ও বিজেপি ছেড়ে আজকে আমাদের দলীয় পতাকা তুলে নেয় কনাহারপাড়া এলাকার ৭৩ টি পরিবার থেকে ২১৯জন গ্রামবাসী।তৃণমূল সরকারের উন্নয়ন মূলক কাজ দেখেই আজকের এই যোগদান কর্মসূচি। আমরা সকলের সহযোগিতায় পাশে রয়েছি।
এবিষয়ে বংশীহারী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম মজুমদার জানিয়েছেন,৭৩টি পরিবারের ২১৯জন তৃণমূলে যোগদান করলেন।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে উন্নয়ন সঙ্গে সামিল হতেই যোগদান। এবিষয়ে তৃণমূলে যোগদানকারী দীপক কর্মকার,ও মফিজুর রহমানেরা জানিয়েছেন,সিপিআইএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম,কারন আমরা দেখেছি তৃণমূল বহু উন্নয়ন মূলক কাজ করে চলেছে।”