তালাবন্দী শিক্ষা দফতর! জাতীয় সড়কে বসে বিক্ষোভ, বালুরঘাটে গর্জে উঠলো চাকরি হারা শিক্ষকরা
বালুরঘাট, ৯ এপ্রিল —– চাকরি হারানো শিক্ষকদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়ল বালুরঘাটের জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর। বুধবার দুপুরে বালুরঘাট শহরের রঘুনাথপুরে ডি আই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান প্রায় ৬০০ চাকরিচ্যুত শিক্ষক ও শিক্ষাকর্মী। সঙ্গে চলে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ। কয়েক ঘণ্টার উত্তেজনায় কার্যত থমকে যায় জনজীবন।
চাকরি ফিরে না পেলে গোটা বাংলায় আগুন জ্বলবে—এই হুঁশিয়ারি দিয়ে পথে নামেন নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাক্তন শিক্ষক ও গ্রুপ সি-ডি কর্মীরা। তাদের অভিযোগ, “অযোগ্যদের বাঁচাতে হাজার হাজার যোগ্য শিক্ষককে বলি দেওয়া হয়েছে।” এমনকি টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগ তোলেন আন্দোলনকারীরা।
সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা জড়ো হতে শুরু করেন রঘুনাথপুরে। পুলিশের বাধা উপেক্ষা করে দপ্তরে ঢুকে পড়েন তারা। দপ্তরের গেটে তালা মেরে ভেতরে থাকা কর্মীদের বের করে দেন। একঘণ্টা কাজকর্ম স্তব্ধ রেখে সড়কে বসে পড়েন শিক্ষকরা। পরে পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ।
ঠেঙ্গাপাড়া হাই স্কুলের প্রাক্তন শিক্ষক রাকেশ আলম বলেন, “আমরা পড়াতে চাই, কিন্তু আইনের লড়াই করতে হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেই অসাংবিধানিকভাবে অযোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এটা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।”
জেলা বিদ্যালয় পরিদর্শক দেবাশীষ সমাদ্দার জানান, “সুপ্রিম কোর্টের নির্দেশেই চাকরি গিয়েছে। আমরা অফিস বন্ধ রাখতে চাইনি, তবে পরিস্থিতি এমনই ছিল যে বাইরে বসে থাকতে হয়েছে।”
বিক্ষোভকারীরা সাফ জানিয়েছেন, যতক্ষণ না সন্মানের চাকরি ফেরে ততক্ষণ রাজপথই তাদের স্কুল, প্রতিবাদই তাদের পাঠ।