প্রতিবেশীর প্রাণ বাঁচাতে গিয়ে বিপর্যয়! খড়ির আগুনে সিলিন্ডার বিস্ফোরণ, আশঙ্কাজনক চার

0
100

প্রতিবেশীর প্রাণ বাঁচাতে গিয়ে বিপর্যয়! খড়ির আগুনে সিলিন্ডার বিস্ফোরণ, আশঙ্কাজনক চার

বালুরঘাট, ৭ এপ্রিল: সাহসিকতার যে মূল্য এতটা ভয়ানক হতে পারে, তা হয়তো কেউ ভাবেননি। প্রতিবেশীর বাড়িতে লাগা আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম চারজন। খড়ি দিয়ে রান্নার সময় ছড়িয়ে পড়া আগুন মুহূর্তে গ্রাস করল একটি পরিবারকে, আর তার চেয়েও মারাত্মক হয়ে উঠল একটি গ্যাস সিলিন্ডারের বিধ্বংসী বিস্ফোরণ।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর এলাকার বাসিন্দা বাপী সাহার বাড়িতে এদিন দুপুরে খড়ি জ্বালিয়ে রান্না চলছিল। আচমকাই আগুন লেগে যায় রান্নাঘরে। দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। আতঙ্কে চিৎকার শুরু করেন বাপী সাহা ও তার পরিবারের লোকেরা।

যে চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশী কল্পনা মাহাতো, পুস্প পাহান, মনীন্দ্র মাহাতো ও চন্দন মাহাতোরা। কেউ একজন জল আনতে দৌড়ান, কেউ আগুন নেভানোর চেষ্টায় এগিয়ে যান। সেই মুহূর্তেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা—আগুনের তাপে বিস্ফোরিত হয় একটি গ্যাস সিলিন্ডার। প্রবল শব্দ ও আগুনের তেজে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন চারজন।

স্থানীয়রা দ্রুত দগ্ধদের উদ্ধার করে নিয়ে যান বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন, চারজনেরই অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরের একাধিক অংশ পুড়ে গিয়েছে।

এদিকে এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনা হয়, শুরু হয় তদন্ত।

আহতদের এক আত্মীয় ক্ষিতিশ মাহাতো বলেন, “যার বাড়িতে আগুন লেগেছিল, তারা সবাই সুস্থ। অথচ প্রতিবেশীরা প্রাণ হাতে করে এগিয়ে এসে দগ্ধ হয়ে হাসপাতালে। এটা ভীষণ কষ্টের।”

এই ঘটনায় গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। প্রশাসন ও দমকল আধিকারিকরা গ্যাস সুরক্ষা ও সচেতনতা বাড়ানোর উপর জোর দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here