বালুরঘাটে রাজনৈতিক বিস্ফোরণ!

0
166

বালুরঘাটে রাজনৈতিক বিস্ফোরণ! বাম-তৃণমূল মুখোমুখি, সভায় ধাক্কাধাক্কি, মাইকের তার ছেঁড়া, অশালীন মন্তব্যে উত্তাল শহর

বালুরঘাট, ৫ এপ্রিল —— বালুরঘাটের শান্ত দুপুর গড়িয়ে সন্ধ্যা নামতেই, হঠাৎ যেন রাজনীতির আগুনে জ্বলে উঠল বাসস্ট্যান্ড চত্বর। পূর্ব নির্ধারিত বামেদের সভা ঘিরে, মুখোমুখি বাম ও তৃণমূলের কর্মীসমর্থকেরা। ছিঁড়ে ফেলা হল সভার মাইকের তার, অভিযোগ উঠল মহিলাদের প্রতি অশালীন ভাষা এবং ধাক্কাধাক্কির। উত্তপ্ত পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপ করতে বাধ্য হল বালুরঘাট থানার পুলিশ।

সিপিএম-এর দাবি, রাজ্যজুড়ে ২৬ হাজার শিক্ষাকর্মী নিয়োগ বাতিলের প্রতিবাদ, দুর্নীতি, এবং বেকারত্ব ইস্যুতে প্রশাসনের অনুমতি নিয়ে কর্মসূচি নিয়েছিল তারা। সেই সভার মাঝপথে আচমকা তৃণমূলের মিছিল এসে পড়ে। অভিযোগ, তারা ব্যারিকেড ভেঙে সভা ভাঙার চেষ্টা করে, ইচ্ছাকৃতভাবে মাইকের সংযোগ ছিন্ন করে দেয়।

সিপিএম-এর বালুরঘাট এরিয়া কমিটির সম্পাদক কল্যাণ দাস বলেন, “তৃণমূল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমাদের শান্তিপূর্ণ সভাকে বানচাল করতে গিয়ে তারা গণতন্ত্রের উপর আঘাত করেছে।”

তৃণমূল যদিও পালটা দাবি তুলেছে—তাদের প্রতিবাদ ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। শহর জুড়ে ওষুধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বের হওয়া শান্তিপূর্ণ মিছিল হামলার মুখে পড়ে।
বালুরঘাট শহর তৃণমূল সভাপতি প্রীতম রাম মণ্ডলের বক্তব্য, “বামেদের কাছ থেকে মা-বোনেরা যেভাবে অপমানিত হয়েছেন, তা এক কথায় নিন্দনীয়। এ ঘটনার রাজনৈতিক জবাব দেব আমরা।”

ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে, এই ঘটনার রেশ যে এখানেই থামছে না, তা বুঝিয়ে দিচ্ছে দু’পক্ষের আক্রমণ-পাল্টা আক্রমণের সুর। দক্ষিণ দিনাজপুরে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here