গরম পড়তেই জলসঙ্কট! সাত মাসে জেলার সব জল প্রকল্প চালুর আশ্বাস বিপ্লব মিত্রের
বালুরঘাট, ৪ এপ্রিল ——– গ্রীষ্মের তাপমাত্রা বাড়তেই পানীয় জলের হাহাকার তীব্র আকার নিয়েছে দক্ষিণ দিনাজপুরের একাধিক ব্লকে। বিশেষ করে শুখা এলাকা হিসেবে চিহ্নিত তপন ও গঙ্গারামপুরে সমস্যা আরও প্রকট। এই পরিস্থিতিতে শুক্রবার বালুরঘাটের আত্রেয়ী সভাকক্ষে ‘জল মিশন’ নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা, সভাধিপতি চিন্তামনি বিহা, সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার-সহ জেলার আটটি পঞ্চায়েত সমিতির সভাপতি।
বৈঠক শেষে মন্ত্রী বিপ্লব মিত্র জানান, এটি একটি রিভিউ মিটিং ছিল। তিনি বলেন, “গঙ্গারামপুরে জল প্রকল্পের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। তপনেও ৫০ শতাংশ কাজ সম্পন্ন। আগামী সাত মাসের মধ্যে সমস্ত অর্ধসমাপ্ত প্রকল্প চালু করে দেওয়া হবে।”
জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, জলের সমস্যা মেটাতে সমস্যাগুলি চিহ্নিত করে বিকল্প ব্যবস্থার রূপরেখা তৈরি হচ্ছে। তপন ও আশপাশের ব্লকগুলিতে জরুরি ভিত্তিতে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
প্রশাসন ও মন্ত্রীর আশ্বাসে আপাতত স্বস্তিতে জেলার মানুষ।