আবারো মোবাইলের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য বুনিয়াদপুর শহরে। দোকানের পিছনদিকে দেওয়াল কেটে মোবাইলের দোকানে ঢুকে দুষ্কৃতীরা। আনুমানিক ৫০ হাজার টাকার সামগ্রী চুরি হয়েছে বলে দোকান মালিকের অভিযোগ, তদন্তে পুলিশ।
দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরে চুরির ঘটনা নতুন কিছু না। বুনিয়াদপুর শহর জুড়ে চুরির ঘটনা অনবরত ঘটতেই থাকে। শুক্রবার সকাল ৯ টা নাগাদ দোকান খুলতেই চক্ষু চরক গাছ দত্ত মোবাইল মালিকের। দোকানের শাটার খুলতেই দেখতে পায় পুরো দোকান এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। দোকানের পিছন দিকের দেয়ালে ভেন্টিলেটর ভেঙ্গে ও দেওয়াল কেটে সুরঙ্গ করে দোকানে প্রবেশ করে দুষ্কৃতীরা।মোবাইলের দোকান মালিকের অভিযোগ দুষ্কৃতীরা দেওয়াল কেটে দোকানে প্রবেশ করে। মোবাইলের দোকান থেকে চুরি হয় ক্যাশ বাক্স থেকে প্রায় ৯,৫০০ টাকা ক্যাশ, ছয়টি কিপ্যাড ফোন যার আনুমানিক মূল্য ৮০০০ টাকা, আটটি ওয়ারলেস হেডফোন যার আনুমানিক মূল্য ১০০০০ টাকা, কয়েকটি স্মার্ট ওয়াচ (ঘড়ি) টাওয়ার স্পিকার ৪ পিস যার আনুমানিক মূল্য পনেরো হাজার টাকা। সবমিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকার সামগ্রী চুরি করে দুষ্কৃতীরা বলে অভিযোগ দোকান মালিক বিট্টু দত্ত ও অমিত দত্তের। দুষ্কৃতীরা চুরি করতে এসে দোকানে ফেলে রেখে গিয়েছে, একটি তার কাটার প্লাস ও ধান ঢোলাই করা বাসের বাহুক ছিড়ে যায়। এনএইচ ৫১২ নাম্বার জাতীয় সড়কের সঙ্গে লাগোয়া বুনিয়াদপুর শহরের পীরতলা এলাকায় রয়েছে এই দত্ত মোবাইলের দোকান। বুনিয়াদপুর শহরের পীরতলা এলাকায় রাত্রি বারোটা নাগাদ সাধারণ মানুষের সমাগম থাকে। এরকম একটি জনবহুল এলাকা থেকে দেওয়াল কেটে দূর সাহসী মূলক ভাবে চুরির ঘটনায় অবাক করেছে বুনিয়াদপুর বাসীকে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বুনিয়াদপুর বাসীরা। অতি দ্রুত চোরদের গ্রেপ্তার করে মোবাইলের সামগ্রী ফেরত পাবার দাবি রেখেছেন দোকান মালিকরা। খবর পেয়ে মোবাইলের দোকান পরিদর্শন করেন বংশীহারী থানার পুলিশ ও পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন।
এই বিষয়ে দোকানের কর্মচারী দিলীপ সরকার ও স্থানীয় বাসিন্দা জর্জ মার্ডি জানিয়েছেন দোকানের শাটার খুলে দেখতে পাই পুরো দোকান এলোমেলো হয়ে পড়ে রয়েছে। দোকানের পিছন দিকের দেয়ালে ভেন্টিলেটর ভেঙ্গে ও দেওয়াল ভেঙ্গে দুষ্কৃতীরা দোকানে প্রবেশ করে। ছোট কিপ্যাড ফোন হেডফোন স্মার্ট ওয়াচ টাওয়ার স্পিকার সহ ক্যাশ বাক্সের সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকার সামগ্রী চুরি করেন দুষ্কৃতীরা। আমরা পুলিশের কাছে দাবি রাখছি, অতি দ্রুত চোরদের গ্রেপ্তার করে আইনানু ব্যবস্থা গ্রহণ করুক ও আমাদের সামগ্রিক ফেরত দেওয়া হোক।