সততার নজির গড়ে দামি মোবাইল ফোন কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন বুনিয়াদপুর এক লেবুজল বিক্রেতা, সাধুবাদ জানালেন সকলেই শীতল চক্রবর্তী বালুরঘাট ৩ এপ্রিল।সততার নজির,এক লেবুজল বিক্রেতার হারানো মোবাইল ফোন কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন মোবাইলের মালিক কালিয়াগঞ্জের এক ব্যক্তিকে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানা এলাকার বাসিন্দা হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফিরে পেয়ে ধন্যবাদ জানালেন দিনমজুর শহরের লেবুজল বিক্রেতা নন্তু দেবকে।তাকে ধন্যবাদ জানিয়েছেন বুনিয়াদপুরের শহরবাসীরও।
জানা গিয়েছে,বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকায় বেশ কয়েক বছর ধরে পাঁচ টাকা ও দশ টাকার বিনিময়ে গরমের গরমের সময় ঠান্ডা লেবুজল বিক্রি করে আসছেন নন্তু দেব নামে এক ব্যক্তি। তার বাড়ি বুনিয়াদপুরে।প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে নিজের দোকান নিয়ে ঠান্ডা লেবুজল বিক্রি করছিলেন নন্তু দেব নামে ওই বাসিন্দা।সেই সময় এক ভবঘুরে স্মার্টফোন হাতে তার দোকানের সামনে এসে হাজির হয়।সেই স্মার্ট ফোনটিতে অনবরত রিং হতে দেখে ভবঘুরের কাছ থেকে লেবু জল বিক্রেতা নন্তু সেই ফোনটি ধরতেই দেখা যায় ওপাশ থেকে এক মহিলার কণ্ঠস্বর।তিনি বলেন,” দাদা আমার ফোনটি হারিয়ে গেছে আমি নিরুপায়,আমার ফোনটি ফেরত চাই।এরপরে নন্তু দেব তাদের বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে আসতে বলেন।ওই মহিলা এদিন পরিবারের লোকজনদের সঙ্গে নিয়ে এদিন সন্ধ্যে ৬টা নাগাদ বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে এসে হাজির হয়। কথামতো নন্তু দেব হারিয়ে যাওয়া মোবাইল মহিলার পরিবারের হাতে তুলে দেন।মোবাইল ফিরে পেয়ে আনন্দে আত্মহারা মহিলার পরিবারের সদস্যরা।ধন্যবাদ জানিয়েছেন ঠান্ডা লেবুজল বিক্রেতাকে।
এবিষয়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন পাওয়ার পর মালিক নবিরুদ্দিন সরকার জানিয়েছেন,” আমাদের বাড়ি কালিয়াগঞ্জ থানার ডালিমগা নীহারীপাড়া এলাকায়।বোন ট্রেনে করে দিল্লি থেকে বাড়ি ফিরছিল সেই সময় হঠাৎ মোবাইলটি হারিয়ে যায়।এরপরে আমরা খোঁজাখুঁজি করে ফোন খুঁজে না পেয়ে একাধিকবার ফোন করতে থাকি।বেশ কিছুক্ষণ ফোন করলেও তা কেউ ধরেননি।এরপর আমরা যখন ফোন করছিলাম বুনিয়াদপুর থেকে এক বাসিন্দা ফোন ধরে বলেন ,আপনাদের ফোন বুনিয়াদপুরে আমার কাছে রয়েছে নিয়ে যান।সেই মতোই আমরা এখন বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে এসে আমাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফিরে পেলাম। ধন্যবাদ জানাই নন্টু দেব ভাইকে।তিনি যে সততার পরিচয় দিলেন তাতেই বোঝা গেল যে এখনো সৎ লোক পৃথিবীতে এখনও রয়েছে।”
এবিষয়ে ঠান্ডা লেবুজল বিক্রেতা নন্তু দেব জানিয়েছেন,”এদিন সন্ধ্যায় এক ভবঘুরের কাছে আমি একটি বড় মোবাইল দেখতে পাই।সেই ফোনে অনবরত রিং বাজতে থাকে।এরপর তার কাছ থেকে ফোনটি নিয়ে আমি রিসিভ করতেই ওপার থেকে ফোনটি হারিয়ে যাওয়ার কথা জানতে পারি এবং তাদের বলি বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে এসে ফোনটি নিয়ে যেতে।তারা এসে ফোনটি নিয়ে গেল।মানবিকতার জন্যই ফোনটি মালিকের হাতে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে।”। নন্তু বাবুর এমন সততার তাকে সকলেই সাধুবাদ জানিয়েছে।