শীর্ষ আদালতের রায়ে দক্ষিণ দিনাজপুরে চাকরি হারালেন ৫৮১ জন! বিক্ষোভে উত্তাল, পুলিশের ব্যারিকেড ভাঙল আন্দোলনকারীরা
বালুরঘাট, ৩ এপ্রিল ——- শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শেষ ধাক্কা! সুপ্রিম কোর্টে গিয়েও মিললো না স্বস্তি, বরং হাইকোর্টের রায় বহাল থাকায় চাকরি হারালেন দক্ষিণ দিনাজপুরের ৫১১ জন শিক্ষক ও ৭০ জন অশিক্ষক কর্মী। যে খবর ছড়িয়ে পড়তেই রাস্তায় নেমে বিক্ষোভে ফুঁসলো এসইউসি (কমিউনিস্ট) কর্মীরা। বৃহস্পতিবার শহরজুড়ে প্রতিবাদ মিছিল শেষে জেলাশাসকের দফতরের সামনে পুলিশি ব্যারিকেড ভেঙে বিক্ষোভ দেখান তাঁরা।
“সবাই কি অযোগ্য? ২৬ হাজার মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি চলবে না!”— বিক্ষোভকারীদের গর্জন। এসইউসি নেত্রী নন্দা সাহার দাবি, “দুর্নীতির জন্য হাজার হাজার যোগ্য চাকরিপ্রার্থী শাস্তি পাবে কেন? স্বচ্ছ নিয়োগ চাই!”
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে হাইকোর্ট রাজ্যের ২৫,৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেয়। দক্ষিণ দিনাজপুরের ৫৮১ জনের নামও সেই তালিকায় উঠে আসে। যার মধ্যে জেলার কুশমন্ডি, গঙ্গারামপুর ও তপন ব্লকের বহু চাকরিপ্রার্থী এতে প্রভাবিত হন। সুপ্রিম কোর্টে গিয়েও তাঁদের আশা পূরণ হয়নি।
জেলা স্কুল পরিদর্শক দেবাশিষ সমাদ্দার বলেন, “হাইকোর্টের রায়ের পর আমাদের তালিকা অনুযায়ী ৫১১ জন শিক্ষক ও ৭০ জন অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হতে চলেছে। তবে এখনও চূড়ান্ত নির্দেশ পাইনি।”
এদিকে এই রায়ের খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েছেন চাকরি হারানো শিক্ষকেরা। অনিশ্চয়তার অন্ধকারে তলিয়ে যাচ্ছে হাজার হাজার পরিবার। অন্যদিকে, উত্তেজনার পারদ চড়ছে। পুলিশের ব্যারিকেড গুঁড়িয়ে পথে নামছে মানুষ।