পতিরাম থানার ওসি নিজেই পুড়ে যাওয়া গমের আগুন নিভালেন

0
147

পতিরাম থানার টাকশাল মৌজার মল্লিকপুরে গমের ২০/২২বিঘা জমিতে আগুন লাগার ঘটনার খবর পরেই দমকল কেন্দ্রের গাড়ি ছুটি আসলেও রাস্তা না পাওয়ায় সেখানে পৌঁছাতে দেরি হওয়ায় ওসি নিজেই জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিভানোর কাজ শুরু করলেন অন্যান্য পুলিশ অফিসার, সিভিকদের সঙ্গে নিয়ে, সাধুবাদ জানালেন ডিএসপি সহ সকলেই শীতল চক্রবর্তী বালুরঘাট ১ এপ্রিল দক্ষিণ দিনাজপুর।গম খেতে আগুন লেগে ২০/২২বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে গিয়েছে।বালুরঘাট থেকে দমকল কেন্দ্রের ইঞ্জিন সেখানে ছুটে আসলেও রাস্তা না থাকায় সেই গাড়ি দেরিতে পৌঁছানোয় ওসি নিজেই উদ্যোগ নিয়ে আগুন নিভাতে শুরু করায় পতিরামের ওসি সহ থানার অন্যান্য পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার বোল্লা গ্রাম পঞ্চায়েতের টাকশাল মৌজার মল্লিকপুর এলাকাতে।ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা দাবি করেছেন।নিজের জীবনের ঝুঁকি নিয়েই ওসির গম খেতের আগুন নিভিয়ে সাহসিকতার সঙ্গে এমন কাজ করায় সকলেই তাকে সাধুবাদ জানিয়েছেন। পতিরাম থানার ওসি হিসেবে বেশ কিছুদিন আগে কাজে যোগদান করেছেন সৎকার সাংবো নামে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর।পুলিশ প্রশাসনের কাজ দক্ষতার স্বপ্ন করার পাশাপাশি তিনি বিভিন্ন সময়ে সমাজসেবা মুলক কাজ করে পুলিশ মহলে সুনাম অর্জন করেছেন ইতিমধ্যেই বহুবার।মঙ্গলবার দুপুরে পতিরাম থানার দুপুরে ওসি খবর পান যে, পতিরাম থানার বোল্লা গ্রাম পঞ্চায়েতের টাকশাল মৌজার মল্লিকপুরে গমের জমিতে আগুন লেগেছে। প্রায় টাকশাল মৌজার মল্লিকপুরের বহু কৃষকের ২০/২২বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বালুরঘাটের দমকল বিভাগে খবর দিয়ে ওসি এক মুহূর্ত দেরি না করে তিনি থানার বাকি পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে করে নিয়ে গিয়ে ঘটনাস্থলে ছুটে যান।গিয়ে দেখতে পান দাও দাও করে জ্বলছে গমের ক্ষেত।দমকল কেন্দ্রের গাড়ি সেখানে দেরিতে পৌঁছানোই সঙ্গে সঙ্গেই পতিরাম থানার ওসি সৎকার সাংবো নিজে আগুন নিভাতে শুরু করেন। তাকে দেখে বাকি পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়ারেরাও দ্রুততার সঙ্গে বেশ কিছুটা জমিতে গম পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দেন তিনি।পরে ছুটে আসে বালুরঘাট থেকে দমকল বিভাগের একটি ইঞ্জিন সহ কর্মীরাও। জানা গেছে,পতিরাম থানার বোল্লা গ্রাম পঞ্চায়েতের টাকশাল মৌজার মল্লিকপুরের কৃষক মানস ওরাও, সুভাষ ওরাও,ছেদন ওরাও আদিবাসীদের জমির গম পুড়ে যাওয়ার পাশাপাশি শাহজাহান সরকার, আমজাদ সরকার, ওবায়দুল মন্ডল ,মোকসেদুল সরকার, এনামুল সরকার সহ বহু কৃষকের জমির গম আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। পতিরাম থানার ওসি সৎকার সাংবো জানান,”চোখের সামনে কৃষকদের এত বড় ক্ষতি দেখতে না পেরে জীবনের ঝুঁকি নিয়েই এমন কাজে অংশগ্রহণ করা হয়েছে।পুলিশ যে মানুষের পাশে থেকে কাজ করে এটাই তার প্রমাণ। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও পতিরাম থানার ওসির এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন। সাধুবাদ জানিয়েছেন জেলা পুলিশের ডিএসপি সদর বিক্রম প্রসাদ। তিনি জানান,”ওসির এমন কাজে অংশগ্রহণ করে কৃষকদের বিপদের সময় তাদের পাশে দাঁড়ানো সাধুবাদ জানাই তাকে।পুলিশ যে মানুষজনের জন্য কাজ করে তাদেরই প্রমাণ করেছেন।” পতিরাম থানার ওসির এমন কাজকে পতিরামসহ জেলাবাসী সাধুবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here