লন্ডনে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে বিশৃঙ্খলার প্রতিবাদ, বালুরঘাটে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ
বালুরঘাট, ২৯ মার্চ —– লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে এসএফআই-এর বিক্ষোভের বিরুদ্ধে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার বালুরঘাট কলেজ চত্বরে উত্তাল বিক্ষোভ দেখালেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। পোস্টার, স্লোগানে প্রতিবাদ জানিয়ে তাঁরা স্পষ্ট বার্তা দিলেন— “দলনেত্রীকে অপমান করার চেষ্টা মানা হবে না!”
দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি রোহন চক্রবর্তী বলেন, “লন্ডনে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করেছে এসএফআই। এ ধরনের রাজনীতি বাংলার সংস্কৃতির পরিপন্থী। আমাদের প্রতিবাদ চলবে।”
বিক্ষোভে উপস্থিত ছিলেন শহর তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুরজ সাহা ও সৌরভ সরকার। তাঁদের বক্তব্য, বিরোধীরা গণতন্ত্রের নামে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। বালুরঘাট কলেজ চত্বরে বিক্ষোভ ঘিরে কিছুক্ষণ উত্তেজনা তৈরি হলেও, কোনও বড় অশান্তির ঘটনা ঘটেনি।
তৃণমূল ছাত্র পরিষদের দাবি, “বাংলার মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।” সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা— ভবিষ্যতেও এই ধরনের অপচেষ্টার বিরুদ্ধে তাঁরা রাস্তায় নামতে প্রস্তুত।