হরিরামপুর: ঈদকে সামনে রেখে মুসলিম সম্প্রদায়ের ইমাম ও মোয়াজ্জেমদের নিয়ে প্রশাসনিক বৈঠক করা হয়, বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের সভাকক্ষে এদিন প্রশাসনিক বৈঠকটি আয়োজন করা হয় যেখানে হরিরামপুরের সমস্ত ইমাম ও মোয়াজ্জেমদের কে ডাকা হয় এবং এদিন হরিরামপুর ব্লক প্রশাসনের তরফে এবং হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার ও হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী উপস্থিতিতে ঈদ উৎসব যেন সুষ্ঠুভাবে পরিচালনা হয় কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেইদিকে নজর দেওয়ার জন্য তাদেরকে সতর্কবার্তা দিয়ে দেন । এদিনের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন , হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী, হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার, হরিরামপুর ব্লকের সহ-সভাপতি মনোজিৎ দাস, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি জাকির হোসেন ওরফে জিমি আমান, দক্ষিণ দিনাজপুর জেলার জেনারেল সেক্রেটারি আব্দুল মজিদ, সহ সমস্ত ইমাম মোয়াজ্জেমরা উপস্থিত ছিলেন,
বাইট হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী জানিয়েছেন,