গত এক বছরে ২৪৪টি বাল্যবিবাহ রোধ করে জেলার পিএলভি তথা (অধিকার মিত্র)পুরস্কার পেলেন গোলাম রব্বানী

0
104

গত এক বছরে ২৪৪টি বাল্যবিবাহ রোধ করে জেলার পিএলভি তথা (অধিকার মিত্র)পুরস্কার পেলেন গোলাম রব্বানী

শীতল চক্রবর্তী বালুরঘাট ২৬শে মার্চ।গত এক বছরে ২৪৪টি বাল্যবিবাহ রোধ করে জেলার সেরা(পিএলভি)অধিকার মিত্রের জেলার সম্মান পেলেন গোলাম রব্বানী নামে এক যুবক।দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে এক সেমিনারে বালুরঘাট রবীন্দ্র ভবনে গঙ্গারামপুরের ওই পিএলভি(অধিকার মিত্র)গোলাম রব্বানীর হাতে প্রশাসনের আধিকারিকেরা সেই সম্মান তুলে দেন।সেখানে জেলার বিচারক থেকে শুরু করে জেলা শাসক ,পুলিশ সুপার, সহ সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।বালুরঘাট রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রধান বিচারক মানস বসু,জেলা আদালতে বিচারক তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদিকা কেয়া বালা, বালুরঘাট জেলা জেলা আদালতের বিচারক বিভিন্ন বিচারক,জেলা শাসক বিজিন কৃষ্ণা,পুলিশ সুপার চিন্ময় মিত্তাল,বেশ কয়েকটি ব্লকের বিডিও,পুরোহিত,কাজী, ইমাম,ফাদারেরাও উপস্থিত ছিলেন। জেলা আদালতের বিচারক তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদিকা কেয়া বালা বলেন,”উল্লেখযোগ্য কাজ করার জন্যই এমন সন্মান দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।” এমন সম্মান পাবার পরে বিএলভি তথা (অধিকার মিত্র) গোলাম রব্বানী বলেন,”এমন সম্মান পাওয়ার ফলে কাজের গুরুত্ব আরো বেড়ে গেল। আগামীতে আরো দায়িত্বের সঙ্গে এমন কাজ করা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here