তৃণমূল ছাত্র পরিষদ নেতা মহম্মদ রাজের উদ্যোগে তিনদিন ব্যাপী চারটিমের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হল

0
114

হরিচন্দ্রপুর ১(বি)ব্লক তৃণমূল ছাত্র পরিষদ নেতা মহম্মদ রাজের উদ্যোগে তিনদিন ব্যাপী চারটিমের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হল,যেখানে জেলা ও ব্লকস্তরের একাধিক নেতৃত্বেরা উপস্থিত ছিলেন। সেমিফাইনালে উঠলেন দুটি দল-আয়োজক রাজের প্রশংসা করলেন সকলেই শীতল চক্রবর্তী মালদা ২৬ফেব্রুয়ারি।হরিশ্চন্দ্রপুর ১(বি)নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী ৪টিমের নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার চন্ডিপুর হাইস্কুল মাঠে এদিনের এই খেলার আয়োজন করা হয়।যে খেলায় মালদা ,উত্তর দিনাজপুর জেলার সেরা ৪টি ফুটবল টিম অংশগ্রহণ করেন।খেলার দায়িত্বে ছিলেন হরিশ্চন্দ্রপুর ১(বি)নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম নেতা এমডি রাজ।খেলাতে একাধিক জেলা তৃণমূল ও ব্লক তৃণমূল নেতৃত্বেরা উপস্থিত ছিলেন।খেলা দেখতে মাঠে ভিড় হয়েছিল ব্যাপক। উচ্চশিক্ষা লাভের সঙ্গে সঙ্গেই সমাজ সেবামুলক কাজ করার নেশা তার বহুদিনের।যখনি মানুষজন বিপদে পড়ে তার কাছে ছুটে গেছেন সেই তরুণ-যুবক দলমত নির্বিশেষে সকলের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এসব সময়। তিনি আর কেউ নন,মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকার ১(বি)তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম নেতা এমডি রাজ। গরিব মানুষজনদের পাশে সব সময় থেকে সহযোগিতার হাত তিনি সবসময় বাড়িয়ে দিয়ে থাকেন।রাজের শিক্ষাজীবন থেকেই সমাজসেবামূলক কাজ করার নেশা বহুদিনের। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে সে।মানুষজনের প্রত্যাশা পূরণের অন্যতম ছাত্রনেতা হিসেবে নিজেকে দৃষ্টান্ত স্থাপন করেছে তার এলাকায় তরুণ এই তৃণমূল ছাত্র পরিষদ নেতা যুবক এমডি রাজ। সাম্প্রতি হরিশ্চন্দ্রপুর ১(বি)ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে চন্ডিপুর হাইস্কুল মাঠে তিনদিন ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে তৃণমূলের এই তরুণ ছাত্রনেতা এমডি রাজ।যে খেলায় অংশগ্রহণ করেছিল হরিশ্চন্দ্রপুর একাদশ, কাপাসিয়া একাদশ, রায়গঞ্জ টিম ও গাজল টিম। তিনদিনের এই খেলায় ইতিমধ্যেই হরিশ্চন্দ্রপুর ও কাপাসিয়া টিম সেমিফাইনালে পৌঁছে গিয়েছে।শুক্রবার রয়েছে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা।এদিন এই খেলাতে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১(বি) ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মর্জিনা খাতুন, মালদা জেলা তৃণমূল সাধারণ সম্পাদক জম্মু রহমান, হরিশ্চন্দ্রপুর ব্লকের (১)তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝাঁ,মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম,তৃণমূল নেতা সঞ্জিত গুপ্তা, মনোজ রাম, ছাত্রনেতা অবিনাশ দাস,সহ মালদা জেলার একাধিক তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা। এবিষয়ে হরিশ্চন্দ্রপুর ১(বি) ব্লক তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম নেতা এমডি রাজ জানিয়েছেন,”সমাজ সেবামূলক কাজ করার নেশা তার।ছাত্র সংগঠনকে তিনি সাজিয়ে তুলতে কাজ করে চলেছেন তৃণমূল নেতৃত্বদের সঙ্গে আলোচনা করে।এদিন বিরাট আকারে ফুটবল টুর্নামেন্টেরের আয়োজন করে সকলের নজর কেড়েছেন তিনি। এমডি রাজ জানিয়েছেন,”তিনি চান যুবকেরা খেলাধুলার প্রতি এগিয়ে আসুক।সে কারণেই এমন খেলার আয়োজন করা হয়েছে।”। খেলায় অংশগ্রহণ করে একাধিক তৃণমূল নেতৃত্বরা খেলার আয়োজন রাজের প্রশংসা করেছেন। তারাও চান রাজ শাসক দলের ছাত্র সংগঠনটি ভালো করে করুক মানুষজনদের পাশে থেকে সব সময়। এদিন মাঠে খেলা দেখতে ফুটবল প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here