উত্তরবঙ্গে নজির! জাতীয় গুণমান শংসাপত্র পেল বালুরঘাটের কুন্ডু কলোনি স্বাস্থ্যকেন্দ্র

0
116

উত্তরবঙ্গে নজির! জাতীয় গুণমান শংসাপত্র পেল বালুরঘাটের কুন্ডু কলোনি স্বাস্থ্যকেন্দ্র

বালুরঘাট, ১৯ ফেব্রুয়ারী —– আবারও স্বীকৃতি পেল বালুরঘাট! জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় কেন্দ্রীয় সমীক্ষায় উজ্জ্বল নাম তুলল বালুরঘাটের কুন্ডু কলোনি উপস্বাস্থ্য কেন্দ্রের। কঠোর মূল্যায়নের পর এই স্বাস্থ্যকেন্দ্র ৯০ শতাংশেরও বেশি স্কোর পেয়ে অর্জন করেছে জাতীয় গুণমান শংসাপত্র। উত্তরবঙ্গের মধ্যে একমাত্র এই কেন্দ্রই এই সম্মান পেল, যা নিয়ে স্বাভাবিকভাবেই গর্বিত বালুরঘাট পুরসভা।

চলতি মাসের শুরুতেই হঠাৎ বালুরঘাটে এসে পৌঁছয় কেন্দ্রীয় সমীক্ষক দল। টানা দুই দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে স্বাস্থ্যকেন্দ্রের প্রতিটি পরিষেবা, পরিকাঠামো, ওষুধের সরবরাহ, স্বাস্থ্যকর্মীদের ব্যবহার, রোগী পরিষেবার মান এবং নথিপত্রের কঠোর পর্যালোচনা। শুধু তাই নয়, এলাকার সাধারণ মানুষ ও রোগীদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতাও শোনা হয়। সমীক্ষার শেষে কেন্দ্রীয় দল পরিষেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে যায়, আর তারই স্বীকৃতি মিলল সরকারি চিঠিতে।

পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র এই সাফল্যে গর্বিত। তিনি বলেন, “আমাদের স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই আজ এই সম্মান। ৯০ শতাংশের বেশি স্কোর পাওয়া সহজ কথা নয়। উত্তরবঙ্গে একমাত্র আমরাই এই তকমা পেলাম, যা আমাদের আরও উৎসাহ দেবে।”

স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উচ্ছ্বাস। বাসিন্দাদের অনেকে বলেন, “এই স্বাস্থ্যকেন্দ্র আমাদের খুবই সাহায্য করে। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা মনোযোগ দিয়ে রোগীদের দেখেন, প্রয়োজনীয় ওষুধ দেন, স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শও দেন। এই সম্মানে আশা করি পরিষেবা আরও উন্নত হবে।”

এই স্বীকৃতি শুধুই সম্মানের নয়, বরং এর ফলে কেন্দ্র সরকারের স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের অধীনে আরও সুবিধা মিলতে পারে। অর্থসাহায্য, পরিকাঠামো উন্নয়ন এবং অতিরিক্ত স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি হবে, যা প্রত্যক্ষভাবে উপকৃত করবে সাধারণ মানুষকে।

বালুরঘাটের এই কৃতিত্ব উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here