অলচিকি ভাষায় শিক্ষার দাবিতে বালুরঘাটে সশস্ত্র মিছিল আদিবাসীদের, দাবিদাওয়া পূরণ নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
বালুরঘাট, ৭ জানুয়ারী —- অলচিকি ভাষায় কলেজস্তরে পঠন-পাঠনের দাবিতে উত্তাল হয়ে উঠল বালুরঘাট। মঙ্গলবার বিকেলে ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতৃত্বে শতাধিক সশস্ত্র আদিবাসী বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে মিছিল করে জেলা শাসকের দফতরের সামনে জমায়েত হন। সেখানে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন তারা।
সংগঠনের তরফে রাজেন হাসদা জানান, আদিবাসীদের শিক্ষার উন্নতির জন্য অবিলম্বে সাঁওতালী শিক্ষা বোর্ড গঠন ও কলেজস্তরে অলচিকি ভাষায় পাঠদান চালু করতে হবে। পাশাপাশি নকল এসটি শংসাপত্র প্রদানকারীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবিও তোলেন তিনি।
জেলা শাসকের হাতে স্মারকলিপি তুলে দিয়ে সংগঠন জানায়, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। তবু দাবি আদায়ে অনড় বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, আদিবাসীদের স্বার্থে লড়াই চলবেই।