নাগরিক সুরক্ষায় প্রযুক্তির ছোঁয়া! বালুরঘাটে আইজির হাত ধরে চালু হল অত্যাধুনিক পুলিশ কন্ট্রোল রুম
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৪ জানুয়ারী ——- শহরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও সুরক্ষিত করতে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে চালু হল অত্যাধুনিক ইন্টিগ্রেটেড পুলিশ কন্ট্রোল রুম। শনিবার বালুরঘাট থানা চত্বরে একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব। যেখানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি দ্বীপনারায়ণ গোস্বামী, দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তালসহ একাধিক বিশিষ্ট পুলিশ আধিকারিকরা।
জেলা পুলিশ সুত্রের খবর অনুযায়ী নতুন এই কন্ট্রোল রুমের মাধ্যমে শহরজুড়ে বসানো ১৬৬টি হাই-রেজোলিউশন সিসিটিভি ক্যামেরার নজরদারি চালানো হবে। অপরাধ রুখতে ও জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তা, মোড় এবং জনবহুল এলাকাগুলিতে নজর রাখবে এই ক্যামেরাগুলি।
শুধু তাই নয়, ১০০ নম্বরের বদলে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। এই নম্বরে ফোন করলেই কয়েক মিনিটের মধ্যে জেলার যেকোন প্রান্তে ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশের মোবাইল ভ্যান। পাশাপাশি, জরুরি পরিস্থিতি মোকাবিলায় অত্যাধুনিক আরটি সিস্টেমও এই কন্ট্রোল রুম থেকে পরিচালিত হবে। নাগরিক সুরক্ষায় পুলিশ প্রশাসনের এই ধরনের উদ্যোগকে দারুণভাবে স্বাগত জানিয়েছেন বালুরঘাট শহরের বাসিন্দারা।
এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আইজি রাজেশ কুমার যাদব বলেন, “নাগরিকদের নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা অপরাধ দমনে আরও একধাপ এগিয়ে যেতে চাই।”
এই উদ্যোগের ফলে বালুরঘাট কি সত্যিই অপরাধমুক্ত হবে? শহরবাসীর আশা, নতুন প্রযুক্তির এই নজরদারি ব্যবস্থা এক নতুন ভোর এনে দেবে।