৭৫ বছরের ঐতিহ্যে দীপ্ত নদীপার নরেশ চন্দ্র বিদ্যালয়, শোভাযাত্রায় প্ল্যাটিনাম জয়ন্তীর সূচনা

0
109

৭৫ বছরের ঐতিহ্যে দীপ্ত নদীপার নরেশ চন্দ্র বিদ্যালয়, শোভাযাত্রায় প্ল্যাটিনাম জয়ন্তীর সূচনা

বালুরঘাট, ২ জানুয়ারী:
সাত দশকের গৌরবময় যাত্রার সাক্ষী নদীপার নরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় আজ পদার্পণ করল তার ৭৫তম বর্ষে। এই ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে তুলতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আয়োজিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় বাসিন্দা—সবাই একত্রে মেতে উঠল আনন্দ উচ্ছ্বাসে।

শোভাযাত্রার প্রধান আকর্ষণ ছিল রাজ্য সরকারের শিক্ষার প্রসারে চালু হওয়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ট্যাবলো। এই ট্যাবলো স্থানীয় শিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার্থীদের উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরে পথচলতি মানুষকে অনুপ্রাণিত করেছে। ৩ রা জানুয়ারী, বিদ্যালয়ে একটি সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। এই অনুষ্ঠানে দুস্থ ছাত্র-ছাত্রীদের সহায়তা, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা এবং বিদ্যালয়ের রত্নাগর্ভা মায়েদের সংবর্ধনা প্রদানের মাধ্যমে বিদ্যালয়ের প্রতি সকলের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর কুমার লাহা বলেন, “নদীপার নরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছরের এই দীর্ঘ পথচলা শুধু একটি বিদ্যালয়ের সাফল্য নয়, বরং শিক্ষার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা।”

৭৫ বছরের এই বিশেষ মুহূর্ত উদযাপন করতে বিদ্যালয় কর্তৃপক্ষ আগামী এক বছর ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করবে। শিক্ষা, ঐতিহ্য এবং সাফল্যের এই যাত্রা ২০২৬ সালের ২ জানুয়ারী এক মহোৎসবে শেষ হবে বলে জানানো হয়েছে বিদ্যালয়ের তরফে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here