গঙ্গারামপুর,১ সেপ্টেম্বর : এক মনোঞ্জ অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশের তরফে পুলিশ দিবস পালন করা। অনুষ্ঠানের আয়োজন করা হয় গঙ্গারামপুর থানার ফুলবাড়ি চৌপথিতে। সেখানে হাজির হয়েছিলেন ডিএসপি (ট্রাফিক ) বিল্লমঙ্গল সাহা,ফুলবাড়ি ফাঁড়ি ইনচার্জ সমীর মন্ডল,ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক ওসি প্রদীপ দাস,উদয় গ্রাম পঞ্চায়েত প্রধান অসিতবরন কুন্ডু,পঞ্চায়েত সমিতির সদস্য বিজয় গুপ্তা। সেফ,ড্রাইভ,সেভ লাইফ বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশের তরফে ভারত সেবা আশ্রমের ৫২ জন পড়ুয়ার হাতে স্কুল ব্যাগ তুলে ও ৫০ কিলো চাল তুলে দেওয়া হয়।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর এক মনোঞ্জ অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশের তরফে পুলিশ দিবস...