হাতবদল করতে যাওয়ার আগে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্ৰেফতার ২। নকশালবাড়ির রথখোলা রেলগেট এলাকায় এক মহিলা ও পুরুষকে আটক করে তল্লাশি চালিয়ে ৪৯০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল নকশালবাড়ি থানার পুলিশ।ধৃতরা হল আরিমা খাতুন (৩৮) ও মহম্মদ মাজিরুল (৪০),দুজনেই মালদার কালিয়াচকের গোলাপগঞ্জের বাসিন্দা।পুলিশ সূত্রে খবর,মালদা থেকে ট্রেনে উঠে নকশালবাড়ি রেল স্টেশনে নেমে খড়িবাড়িতে মাদক দিতে যাচ্ছিল ধৃতরা।পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসতেই রথখোলা রেলগেটে সন্দেহজনক ২জনকে আটক করে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।ধৃতদের রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে এই ঘটনায় আরো কারা জড়িত এবং কার কাছে এই মাদক দিতে যাচ্ছিল ধৃতরা তার তদন্তে নামবে নকশালবাড়ি থানার পুলিশ।নকশালবাড়ি মাদকমুক্ত রাখতে সকলকেই এগিয়ে আসার আহবান দেন নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ।