মোবাইল চুরির ঘটনা ঘটলো পুরাতন মালদার লোলাবাগ এলাকায় এক উপহারের দোকানে

0
76

মালদা:- মোবাইল চুরির ঘটনা ঘটলো পুরাতন মালদার লোলাবাগ এলাকায় এক উপহারের দোকানে। সিসিটিভি ক্যামেরায় সেই মোবাইল চুরির ঘটনা রীতিমতো রেকর্ড হয়েছে । ঘটনাটি ঘটেছে শনিবার রাত্রে আনুমানিক সাড়ে দশটা নাগাদ। রবিবার সকালে জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল ছড়িয়েছে। রবিবার আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ ওই যুবক থানায় দারস্থ হয়েছেন। জানা গেছে ওই যুবকের নাম বক্রেশ্বর দাস তিনি এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্কুল ছুটির পর বাড়িতে স্থায়ী একটি উপহারের দোকান রয়েছে। প্রতিদিনের মতন গতকালকেও রাত্রি এগারোটা পর্যন্ত দোকান খোলা রেখেছিলেন। ঠিক সেই সময় হেলমেট পরিধান করে বাইককে চেপে এক ব্যক্তি দোকানে কিছু কেনার উদ্দেশ্যে ঢোকে তবে দোকানদার বক্রেশ্বর দাস অর্থাৎ প্রধান শিক্ষককে কথাবাত্রায় জিনিস কেনার ভ্যাঙ্গ করে মোবাইল নিয়ে চম্পট দেয় সেই ব্যক্তি। মোবাইল চুরির ফলে এখন হতাশগ্রস্ত শিক্ষক।এদিকে ঘটনার পর পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। অন্যদিকে আজ সকালে অশোক সরকার নামে এক ব্যক্তি ওই মালদা মিনিসিপ্যালিটি এলাকার মার্কেটে বাজার করার সময় পকেট থেকেই মোবাইল নিয়ে চরি হয় ।যদিও পালাতে সক্ষম হয়েছে ওই চোর। অন্যদিকে তিনিও আজ লিখিত অভিযোগ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here