চিকিৎসক ছাত্রী খুনের ঘটনায় প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল বালুরঘাটে

0
98

চিকিৎসক ছাত্রী খুনের ঘটনায় প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল বালুরঘাটে । শহর জুড়ে প্রতিবাদ মিছিল এসইউসিআই এর । অবিলম্বে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি সংগঠনের ।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় বর্ষের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ছাত্রী খুনের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি । তাঁকে ‘ধর্ষণের পর নির্মমভাবে’ খুন করা হয়েছে বলেই অভিযোগ। এমন ঘটনার প্রতিবাদে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ল বালুরঘাটে । শনিবার, বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে একটি প্রতিবাদ মিছিল বের করে এসইউসিআই। শহর জুড়ে মিছিলে হাঁটেন সংগঠনের নেতা কর্মীরা । সংগঠনের দাবী অবিলম্বে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে । এদিন সংগঠনের তরফে রাজ্যজুড়ে ‘প্রতিবাদ দিবস’ পালন হয়েছে।
প্রতিবাদ মিছিল থেকে সংগঠনের কর্মকর্তা নন্দা সাহা বলেন, ‘‘আমরা এই মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত। একটি সরকারি মেডিক্যাল কলেজে ডিউটিরত অবস্থায় চিকিৎসক ছাত্রীর সম্ভ্রম এবং প্রাণের দায়িত্বটুকুও কলেজ কর্তৃপক্ষ নিতে পারছে না। শুধু তাই নয় হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য প্রথম থেকেই সচেষ্ট হয়ে উঠেছে এবং তারা বিচারবিভাগীয় তদন্ত না করে লোক দেখানো একটি তদন্ত কমিটি তৈরি করে ছাত্র-ছাত্রী ও ডাক্তারদের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করে। এর বিরুদ্ধে ছাত্র-ছাত্রীরা জুনিয়র ডাক্তাররা আরজি কর মেডিক্যাল কলেজে বিক্ষোভ দেখাচ্ছে।” আমরাও তাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে নেমেছি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here