নতুন প্রজন্মকে মাঠমুখী করতে জমকালো ক্রিকেটের আসর বালুরঘাটে। প্রদীপ প্রজ্বলন করে চেয়ারম্যান কাপের আনুষ্ঠানিক উদ্বোধন অশোক মিত্রের
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১০ আগষ্ট ——– নতুন প্রজন্মকে মাঠমুখী করতে চেয়ারম্যান কাপের আয়োজন বালুরঘাটে। শনিবার বালুরঘাট টাউন ক্লাব মাঠে একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে একদিন ব্যাপী এই দিবারাত্রি ক্রিকেট খেলার সূচনা করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। যেখানে চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন শহরের অন্যান্য কাউন্সিলররা। মূলত নতুন প্রজন্মকে মাঠমুখী করতে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করে বালুরঘাট ক্রিকেট একাডেমী। যাদের তৎপরতায় আয়োজিত হয় একদিন ব্যাপী এই ক্রিকেট খেলার। যেখানেই জেলা ও রাজ্যের প্রায় আটটি টিম অংশগ্রহণ করে। শহরের প্রাণকেন্দ্রে যে ক্রিকেটের আসরকে ঘিরে দর্শকের উপস্থিতি যথেষ্টই চোখে পড়ার মতো ছিল।
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, খেলার মধ্যদিয়ে এই শহরে অনেক প্রতিভা উঠে এসেছে। নতুন প্রজন্মর উদ্দেশ্যে সেই ম্যাসেজ দিয়ে তাদের মাঠমুখী করতেই এই চেয়ারম্যান কাপের আয়োজন বালুরঘাটে।