নার্সিং হোমের বিরুদ্ধে শিশু বদলের অভিযোগ ঘিরে উত্তেজনা

0
248

নার্সিং হোমের বিরুদ্ধে শিশু বদলের অভিযোগ ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচু করে তারা পুলিশের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায়। জানা গিয়েছে বগলিগছ এলাকার মার্জিনা খাতুন নামে এক প্রসূতিকে প্রসব করানোর রামগঞ্জ এলাকায় এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি করে পরিবারের সদস্যরা। এদিন রাতে ওই প্রসূতিকে সিজার করার জন্য নিয়ে যায় চিকিৎসক। এরপর কিছুক্ষণ পর ওই প্রসূতির কন্যা সন্তান জন্ম গ্রহণ করার শিশু কন্যাকে তার পরিবারের হাতে তুলে দেয় নার্সিং হোমের নার্সরা। কিছুক্ষণ পর আবার সেই শিশু কন্যাকে পরিবারের হাত থেকে নিয়ে চলে যায় নাসরা। প্রায় ৩০ মিনিট পর আবার পরিবারের সদস্যদের কে বলা হচ্ছে আপনাদের পুত্র সন্তান জন্ম গ্রহণ করেছে। এরপর বাচ্চা বদলের অভিযোগ তুলে নার্সিং হোমের বাইরে বিক্ষোভ দেখাতে শুর করে ওই প্রসূতির পরিবারের সদস্যরা। এই ঘটনায় নার্সিং হোমের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচু করে তারা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। DNA টেস্ট করা হক দাবি মার্জিননা খাতুনের পরিবারের।

অন্যদিকে ভুল স্বীকার করেছেন নার্সিং হোমের চিকিৎসক। তিনি বলেন দুইজন প্রসূতির প্রসব করানো হয়। মার্জিনা খাতুনের পুত্র সন্তান জন্ম নেয় এবং আরেকজন প্রসূতির কন্যা সন্তান হয়। একটু ভুলের জন্য এটা হয়েছে বলে দাবি করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here