বালুরঘাটে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন মন্ত্রী বিপ্লব মিত্রের
বালুরঘাট, ৯ আগষ্ট —— জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাটে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। শুক্রবার শহরের রবীন্দ্র ভবন মঞ্চে একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে এই দিনটিকে বিশেষ ভাবে পালন করা হয় জেলা প্রশাসনের তরফে। জেলা পর্যায়ের যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, জেলাপরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। মুলত এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের প্রতি বিশেষ সম্মান জানাতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান। যেখানে আদিবাসী নৃত্য, গান এবং ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। যে অনুষ্ঠান ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।