স্বামী স্ত্রী বি**বাদে বাড়ি থেকে মাঠের মধ্যে গিয়ে আত্ম**হত্যা করল এক যুবক

0
250

গঙ্গারামপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বুরুজপাড়া এলাকায় স্বামী স্ত্রী বিবাদে বাড়ি থেকে মাঠের মধ্যে গিয়ে আত্মহত্যা করল এক যুবক,পুলিশ দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর ৭ই আগস্ট দক্ষিণ দিনাজপুর।স্বামী স্ত্রীর বিবাদে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরেই বুধবার দিনে দুপুরে বাড়ি দিকে কিছুটা দূরে গিয়ে যুবক স্বামী আত্মহত্যা করলো বলে অভিযোগ উঠেছে।ঘটনাটি করছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ১০নম্বর ওয়ার্ডের বুরুজপাড়া এলাকায়।নির্জন ফাঁকা জায়গায় গঙ্গারামপুর থানার পুলিশ খবর পেতেই ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে ঘটনার তদন্তে নামে। গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে, আত্মহত্যা করা ওই যুবকের নাম সুরজিৎ ভুইমালি বয়স ২৬ বছর, তার বাড়ি গঙ্গারামপুর পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের বুরুকপাড়াতে। পেশায় সে রাজমিস্ত্রির শ্রমিক ছিল।বেশ কিছুদিন আগে বিয়ে করেছিল সে বলে পরিবার সূত্রের খবর। বুধবার সকালে হঠাৎ করে বাড়ি থেকে সে নিখোঁজ হয়ে যায় বলে মৃতের পরিবার সূত্রে জানা গেছে। বাড়ি থেকে প্রায় বেশ কিছুটা দূরে ফাঁকা মাঠের মধ্যে একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এলাকার লোকজন বিষয়টি দেখতে পেয়ে খবর দেয় গঙ্গারামপুর থানার পুলিশ ও মৃতের পরিবারের লোকজনদের। এবিষয়ে মৃতের দুই আত্মীয় জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছিল। বাড়ি ছেড়ে চলেও গিয়েছিল সে। ফাঁকা মাঠের মধ্যে এসে ভাই আত্মহত্যা করল। গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার খবর পেতে সেখানে ছুটে এসে মৃতদে উদ্ধার করে নিয়ে যায়। এমন ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here