ফুটপাত দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের উচ্ছেদে দ্বিতীয় ও তৃতীয় দিনে নামলো পৌরসভা

0
309

গঙ্গারামপুর পৌরসভার দ্বিতীয় ও তৃতীয় দিনে উচ্ছেদ অভিযান শুরু হল গঙ্গারামপুরের কালদিঘি হাসপাতালে সামনে ও গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকায়, চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্রশাসনের নির্দেশ পালন করতে দাবাং এর ভূমিকা পালন করলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, উচ্ছেদ করলেন অবৈধভাবে দখল করে রাখা ফুটপাতের দোকান গুলির বিভিন্ন অংশ। গঙ্গারামপুর ২০জুলাই দক্ষিণ দিনাজপুর।রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ফুটপাত দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের উচ্ছেদে দ্বিতীয় ও তৃতীয় দিনে নামলো পৌরসভা।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌর প্রশাসনের একাধিক আধিকারিকদের সঙ্গে নিয়ে পৌরসভার ১৮নম্বর ওয়ার্ডের কালদিঘি হাসপাতালের সামনে ও ১২নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ডে অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানদারদের উচ্ছেদের অভিযানের নামেন। চেয়ারম্যানের অনুপস্থিতিতে পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাসের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনীর পাশাপাশি পৌরকর্মীদের নিয়ে উচ্ছেদ অভিযানের দাবাং এর ভূমিকা পালন করে উচ্ছেদ অভিযান করেন।ভাইস চেয়ারম্যান জানান, হাসপাতাল সামনে ও বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানগুলিকে উচ্ছেদ অভিযান করা হয়।আগামীতে গঙ্গারামপুর থানারোড, বড়বাজার বোরডাঙ্গী, বাধমোড, শিববাড়িতে অভিযান চলবে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সহ সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে অবৈধভাবে ফুটপথ দখল করে গড়ে ওঠা দোকানদারদের উচ্ছেদের নির্দেশ দেন। সেই নির্দেশ পাওয়া মাত্রই গঙ্গারামপুর পৌর প্রশাসনের তরফে মাইক দিয়ে প্রতিটি দোকানদারদের সময়ও দেওয়া হয় দোকান ভেঙে নেওয়ার জন্য। নির্দিষ্ট সময় পার হবার পরেও ওই সমস্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানদারেরা সেখান থেকে না ওঠার জন্য উচ্ছেদ অভিযানের নামে গঙ্গারামপুর পৌরসভা একঝাঁক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে। প্রথমে গঙ্গারামপুর হাইরোডের শিববাড়ি মোড় এলাকার বহু দোকান উঠছে অভিযান করেন। উচ্ছেদের দ্বিতীয় দিনে অর্থাৎ শুক্রবার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের অনুপস্থিতিতে তার নির্দেশে পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস ১৮ নম্বর ওয়ার্ডের কালদিঘি হাসপাতালে সামনে উচ্ছেদ অভিযানে নামেন। সেখানে উচ্ছেদ অভিযানে দাবাং এর ভূমিকা পালন করেন পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত বাবু। সেখানে নির্দিষ্ট সময় দেওয়ার পরে যারা দোকান ভেঙে দেয়নি তাদের দোকানগুলি ভেঙ্গে দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেন তিনি। এরপরেই উচ্ছেদ অভিযানের তৃতীয় দিনে অর্থাৎ শনিবার দুপুরে গঙ্গারামপুর পৌরসভার ১২নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ডের এলাকায় যে সমস্ত ফুটপথ দখল করে গড়ে ওঠা দোকানদারদের উচ্ছেদ অভিযান শুরু করেন ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস। সেখানে ভাইস চেয়ারম্যানকে প্রশাসনের নির্দেশ পালন করতে কার্যত দাবাংয়ের ভূমিকায় দেখা যায়। যা দেখে অনেকেই অবাক হয়ে যান। গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস জানিয়েছেন, সরকারের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ পালন করা হবে। সময় পার হবার পরেও দোকানদার ফুটপাত না ছেড়ে দিলে পৌর কর্তৃপক্ষই তা ভেঙে দেবে। এদিন পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস এমন উচ্ছেদ অভিযানে দাবাংয়ের ভূমিকা পালন করায় শহরবাসী সাধুবাদ জানিয়েছেন তার কাজকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here