লোকেশন :- তুফানগঞ্জ
কোচবিহার :- ফের মোবাইল গেমের বলি পলিটেকনিক কলেজ পড়ুয়া। মোবাইল গেম ও নেশায় আসক্ত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী গোডাউন মোড় এলাকার যুবক অর্জুন বর্মন। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাককাটি গাছ গ্রামপঞ্চায়েতের কামাতফুলবাড়ি গোডাউন মোড় বটতলা এলাকার ঘটনা। পরিবার সূত্রে জানা যায় ওই যুবক কোচবিহার পলিটেকনিক কলেজে পাঠরত সে সবসময় মোবাইল গেম ও নেশায় আসক্ত থাকতো। রবিবার পরিবারের সবার সাথে খাওয়া-দাওয়া করার পর মাঝ রাতে হঠাৎ রান্না ঘরের জানালায় গলায় ফাঁস লাগায় অর্জুন বর্মন। সেখান থেকে দ্রুত পরিবারের সদস্যরা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। তবে মোবাইল গেমের জেরেই এই আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।