বিশ্ব উষ্ণায়ন রুখবার বার্তা দিয়ে দুর্গাপূজার শুভ সূচনা বালুরঘাটের প্রগতি সংঘে। “আনন্দ” থিম কে সামনে রেখে জোর প্রস্তুতি ক্লাব প্রাঙ্গনে
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৫ জুলাই —–বিশ্ব উষ্ণায়ন রুখবার বার্তা দিয়ে দুর্গাপূজার শুভ সূচনা বালুরঘাটের প্রগতি সংঘের। সোমবার উল্টো রথের শুভ দিনক্ষণ কে সামনে রেখে ক্লাব প্রাঙ্গণে খুঁটি পুজোর আয়োজন করে ক্লাব কতৃপক্ষ। যেখানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অনান্য ক্লাব কর্তৃপক্ষ এবং বিশিষ্ট জনেরা। জেলার বিগ বাজেটের দুর্গাপুজো গুলির মধ্যে প্রতিবছরই নজর কাড়ে বালুরঘাটের প্রগতি সংঘ ক্লাবের দুর্গাপুজো। এদিন ক্লাব চত্বরে খুঁটি পূজার মধ্যদিয়ে যারই শুভ সূচনা করা হয়েছে। একইসাথে ক্লাব কতৃপক্ষের তরফে এদিন বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। বিশ্ব উষ্ণায়ন রুখতে ক্লাবের তরফে বৃক্ষরোপন ও চারা গাছ বিতরণ করা হয়।
প্রগতি সংঘ ক্লাবের সম্পাদক সঞ্জয় সাহা বলেন, এবারে তাদের পুজো ৬৫ তম বর্ষে পদার্পণ করল। এবারে তাদের পুজোর থিম রয়েছে “আনন্দ”। এদিন খুঁটি পুজোর মধ্যদিয়ে যার শুভ সূচনা করা হয়েছে। তবে নতুন এই চিন্তাভাবনা এবারে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলেও দাবি করেছেন তিনি।