এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

0
368

এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। বুনিয়াদপুর শহরের রশিদপুর এলাকার ঘটনা।

পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তি নাম ভক্ত বিশ্বাস বয়স ৩৮ বছর। বাড়ি বুনিয়াদপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ড রশিদপুর এলাকায়। ওই ব্যক্তির গ্রামের বাড়ি গাজোল থানার অন্তর্গত জুতবড়া এলাকায়। আনুমানিক কুড়ি বছর আগে রশিদপুরে কর্মক্ষেত্রে আসেন এই ব্যক্তি। কয়েক বছর পার হতেই রশিদপুরে থাকবার জন্য বাড়িও করেছেন তিনি। পেশায় তিনি বাইক মিস্ত্রি হিসাবে কর্মরত ছিলেন। রশিদপুরে এন এইচ ৫১২ নাম্বার জাতীয় সড়কের পাশে বাইক রিপেয়ারিং এর দোকান রয়েছে তার। রশিদপুরে রাস্তার পাশে প্যান্ডেলের বাসে নিজের পরনের গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছিল ওই ব্যক্তি। বৃহস্পতিবার সকাল হতেই স্থানীয়দের চোখে পড়ে এই দৃশ্য। কি কারনে এরকম দুর্ঘটনা ঘটেছে তা এখনো অজানা পরিবারের লোকজনের কাছে। যদিও স্থানীয়দের দাবি রাস্তার ধারে বাইক রিপেয়ারিং এর দোকান রয়েছে, সেই দোকান ভেঙ্গে ফেলার খবর পেয়ে হয়তো এই দুর্ঘটনা ঘটিয়েছে বলে অনুমান করছেন। এছাড়াও ঐ ব্যক্তির দুই জায়গা থেকে ঋণ নেওয়া ছিল বলে জানা গিয়েছে। পরিবার সহ অন্য কারো সঙ্গে কোন রকম ঝামেলা না হবার পরেও এরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটায় শোকাহত পরিবার সহ স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ছুটে আছে বংশীহারী থানার পুলিশ। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। রশিদপুর গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছেন।

এই বিষয়ে ওই ব্যক্তির আত্মীয় বলরাম সরকার জানিয়েছেন খবর পেয়ে ছুটে এসে দেখি দাদা রশিদপুরে রাস্তার ধারে প্যান্ডেলের বাসের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে এরকম দুর্ঘটনা ঘটিয়েছে, তা এখনো অজানা।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য জানিয়েছেন বাড়ির লোকজন সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা জানিয়েছেন পারছে কারো সঙ্গে কোনো রকম ঝামেলা হয়নি। আমাদের অনুমান তার এক বাইক রিপেয়ারিং এর দোকান রয়েছে রাস্তার পাশে। সেই দোকান ভেঙ্গে ফেলার খবর পেয়েই সম্ভবত এরকম দুর্ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here