জলপাইগুড়ি:-
এবার অবৈধ রিসোর্ট এর বিরুদ্ধে পদক্ষেপ। নথি জমা দেওয়ার জন্য ৪৮ঘন্টা সময়সীমা বেধে দেওয়া হলো প্রশাসনের তরফে। জলপাইগুড়ি জেলার, ক্রান্তি ব্লকের,
লাটাগুড়ি ও কুমলাই গ্রাম পঞ্চায়েতের ঘটনা।অভিযোগ সরকারি জমি দখল করে একাধিক রিসোর্ট গড়ে তোলা হয়েছে এই এলাকাগুলিতে। বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিন ধরে সেই রিসোর্টগুলিতে অভিযান চালায় ক্রান্তি ব্লকের বিডিও রিমিল সোরেন ক্রান্তি ফাড়ির ওসি বুদ্ধদেব দাশগুপ্ত, ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা।
জানা গিয়েছে, আপাতত এই দুই গ্রাম পঞ্চায়েতের নয়টি রিসোর্ট চিনহিত করা হয়েছে যেগুলি সরকারি জমির দখল করে গড়ে উঠেছে বলে সন্দেহ। বিডিও রিমিল সোরেন জানেন, যে সমস্ত রিসোর্টগুলি সরকারি জমির উপরে গড়ে উঠেছে তাদের কর্তৃপক্ষকে দুদিনের মধ্যে নথি জমা দিতে বলা হয়েছে। আর যদি তাদের কোন নথি না থেকে থাকে তাহলে রিসোর্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে আগামীতে সরকারি নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বিডিও।