কোচবিহার:- রায়ডাক নদী বাঁধ ভাঙার ফলে তুফানগঞ্জ ২ ব্লকের বারকোদালি এক ও দুই গ্রাম পঞ্চায়েত পশ্চিম লাঙল গ্রাম ও বেগারক্ষাতা এলাকার মানুষ সমস্যার মধ্যে পড়েছে । জল মগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা । প্রায় তিন শতাধিক বাড়ি জলমগ্ন । চাষের জমি সহ বাড়িঘরে জল ঢুকে পড়েছে । ইতিমধ্যে বেশ কিছু মানুষ স্থানীয় প্রাথমিক বিদ্যালয় আশ্রয় নিয়েছে । স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ডায়লগ নদীর এই গ্রামে মাটির বাঁধের অবস্থা বেহাল । স্থানীয় প্রশাসনকে তারা বারবার জানিয়েছেন শুধুমাত্র মিলে সে প্রতিশ্রুতি কাজের কাজ কিছুই হয়নি । এমত অবস্থায় লাগাতার পাহাড় ও সমতলে বৃষ্টির ফলে নদীর জল বেড়েছে । যার ফলে লাঙল গ্রাম বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করেছে । মূলত কয়েকদিন আগে বাসের খাচা দিয়ে নদী বাঁধ ভাঙন আটকানো চেষ্টা করা হয়। তবে সেই বাঁশের খাচা নদীতে তলিয়ে যায়। আবার নতুন করে বাঁশের খাঁচা দিয়ে আটকানোর চেষ্টা করা হলেও সেটা কতক্ষন থাকবে এটা এখন প্রশ্ন ? এলাকার মানুষের দাবী পাথরের বোল্ডার দিয়ে বাঁধ তৈরি করা হোক তাহলে বাঁধ ভাঙন আটকানো সম্ভব না হলে আগামী দিনে গোটা গ্রাম নদীর মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে