বহিরাগতদের দারা শ্রীনাথপুর চা বাগানের জমি জবর দখলের বিরুদ্ধে ডুয়ার্স কন্যায় চা বাগান ভূমি রক্ষা সংগ্রাম কমিটির বিক্ষোভ
আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে বিক্ষোভ দেখায় শ্রীনাথপুর চা বাগানের শতাধিক শ্রমিকরা। জানা গেছে চা বাগানে বহিরাগতদের দ্বারা জমি জবরদখলের বিরুদ্ধে এদিন এই বিক্ষোভ। এদিন অবস্থান বিক্ষোভ শুরুর আগে শ্রমিক কৃষক ভবন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল আয়োজিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ডুয়ার্স কন্যার সামনে এসে শেষ হয়। এরপরেই কন্যার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে বাগানের শ্রমিকরা। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চা বাগান মুজদুর ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক বিদ্যুৎ গুণ, প্রাথমিক আন্দোলনের নেতা অমিত মঙ্গর ও কেদার নেওয়ার সহ অন্যান্য মজদুর ইউনিয়নের নেতৃত্বরা। এদিন বিক্ষোভ শেষে আলিপুরদুয়ারের মহকুমা শাসকের মাধ্যমে জেলা শাসক কে স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।