নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে রাজধানী এক্সপ্রেস থেকে ১ নাবালককে উদ্ধার করল RPF এর কর্মীরা
বৃহস্পতিবার ডাউন রাজধানী এক্সপ্রেস থেকে নাবালককে উদ্ধার করা হয়। জানাগেছে অসম ধুবড়ি রাঙাপানি মাইনকা চর এলাকার বাসিন্দা বছর ১২ র জাইদুল ইসলাম বাবা মা-এর সঙ্গে অভিমান করে ডাউন রাজধানী এক্সপ্রেস ধরে দিল্লির উদ্যেশে যাচ্ছিল। ট্রেনের কর্তব্যরত টিটি নাবালককে ট্রেনের কামরায় দেখতে পান। খবর পেয়ে নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে RPF এর কর্মীরা GRP পুলিশকে সঙ্গে নিয়ে বাচ্চাটিকে ট্রেন থেকে উদ্ধার করে। পরবর্তীতে বাচ্চাটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেয় RPF কর্মীরা