আলিপুরদুয়ার: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হলেন কমবেশি সাত জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মাদারিহাট চৌপথি তে।
জানা যায়, মাদারিহাট চৌপথি তে ট্রাফিকে রেড সিগন্যাল উপেক্ষা করে একটি বোলেরো গাড়ি পর পর তিনটি টোটো কে ধাক্কা মারলে কমবেশি ৭ জন আহত হন। স্থানীয়রা আহতদের তাঁদের মাদারিহাট হাসপাতালে নিয়ে যান

















