কোচবিহার :-
বিজেপি করার অপরাধে প্রায় এক কিলোমিটার রাস্তা চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙ্গা ২ নং ব্লকের রুইডাঙ্গা অঞ্চলের রাম ঠেঙ্গা বাজার সংলগ্ন এলাকায় । এই ঘটনার জেরে চরম অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। বিজেপি এক মহিলা কর্মীকে বিজেপি করার অপরাধে বিবস্ত্র করে জলে চুবিয়ে বেধড়ক মারধর করা হয় প্রায় এক ঘণ্টা অজ্ঞান থাকার পর তাকে প্রথমে ঘোকষডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরবর্তীতে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বর্তমানে তিনি কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মহিলা বিজেপি কর্মী বলেন – বাড়ির পাশে নদীর পাড়ে গরু বাধার জন্য গিয়েছিলাম যখন ফিরে আসছিলাম সেই সময় একজন মহিলা হাতে কাঁচি নিয়ে আমার দিকে আসছিল আমি ভাবলাম ঘাস কাটতে যাচ্ছে সেই সময় ওই মহিলা সাথে থাকা অন্যান্য মহিলাদের আসতে বলে এবং তারা আমাকে ধরে ফেলে। এরপর আমার চুলের মুঠি ধরে প্রায় এক কিলোমিটার গোবর মাটি লাগা অবস্থায় নিয়ে আসে এরপর চুলের মুঠি ধরে আমাকে জলে চুবাচ্ছিল এবং আমার সমস্ত কাপড় খুলে উলঙ্গ করে দেয়। এবং আমার মাথার সব চুল ছিঁড়ে নেয়। আমি বিজেপি করি আর ওরা টিএমসি করে এই জন্যই আমার এই অবস্থা। এরপর পুরুষদের দেখিয়ে বলে ওকে ধর্ষণ কর। এরপর যখন আমাকে টেনে নিয়ে যাচ্ছিল তখন আমি অজ্ঞান হয়ে যাই। এরপর আমি জানি না তারপর হয়তোবা আমার মার বাড়ির তে আমাকে ফেলে রেখেছিল উলঙ্গ অবস্থায় পুলিশ গিয়ে ছবি তুলে তারপর ঘোকষডাঙ্গা হাসপাতাল ও পরে কোচবিহারে রেফার করে। তিনি আরো বলেন এলাকার তৃণমূলের তাকে প্রতিদিন হুমকি দেয়। তারা হুমকি দেয় বিজেপি করে ঘর থেকে বের হোক দুনিয়া থেকে গায়েব করে দেব তাহলে বিজেপি ধ্বংস হয়ে যাবে। গত চার তারিখ থেকে ঘর থেকে বের হই না গতকালই বের হয়েছিলাম। আমার স্বামী বাইরে গেছে আমার ছেলে কেরলে গেছে আর তাতেই ওরা আমার এই অবস্থা করল কালকে প্রথম বেরিয়েছিলাম। আমার একটা আট বছরের ছেলে রয়েছে বাড়িতে আছে সেই স্কুল পর্যন্ত যেতে পারে না। যারা আমার সাথে এই ঘটনা ঘটিয়েছে তাদের আমি ফাঁসি চাই।
এই ঘটনার পর আক্রান্ত মহিলার পিতা বজলে রহমান ঘোকসারডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শেষ পাওয়া খবর পর্যন্ত এখনো পর্যন্ত তিনজন মহিলাকে আটক করেছে ঘোকষডাঙা থানার পুলিশ। বজলে রহমান বলেন – আমার মেয়ে মহিলা মোর্চার সদস্য । ভোটের ফল বের হওয়ার পর থেকেই বাড়ি থেকে বের হতে দেয় না। পাট ক্ষেত থেকে ফেরার সময় কয়েকজন দাঁড়িয়েছিল তারাই চুলের মুঠি ধরে ছ্যাচরাতে নিয়ে আসে এবং কাপড়-চোপড় খুলে নদীতে ভাসিয়ে দেয়। আমরা বিজেপি করি জন্যই এই ঘটনা। তিনি আরো বলেন আমাকেও বাড়ি ভেঙ্গে দেওয়ার হুমকি দেয় বাড়ি থেকে বের হতে দেবে না এই হুমকি দেয়। কোচবিহারকে। রাজনৈতিক সন্ত্রাস কিরূপ ধারণ করতে পারে এর থেকেই তা প্রমাণিত।
যদিও এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন – কিছু না জেনে তো কোন মন্তব্য করা যাবে না আমি জেনে অবশ্যই আপনাদের ডেকে বলবো।