পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবারে অবস্থান বিক্ষোভে সামিল হল কালিতলা ব্রাঞ্চ তৃণমূল কংগ্রেস কমিটির কর্মকর্তারা।

0
716

গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুর,৮জুলাই:-পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবারে অবস্থান বিক্ষোভে সামিল হল কালিতলা ব্রাঞ্চ তৃণমূল কংগ্রেস কমিটির কর্মকর্তারা। বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লক্ষীতলা এলাকায় কালিতলা ব্রাঞ্চ তৃণমূল কংগ্রেস কমিটির বুথ ভিত্তিক কর্মীদের নিয়ে টানা কয়েক ঘণ্টা অবস্থান-বিক্ষোভ করেন স্থানীয় নেতৃত্ব রা।
কেন্দ্র সরকারের পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবস্থান-বিক্ষোভ এর ডাক দিয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটি। সেই মোতাবেক জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠনের পাশাপাশি বুধবার সকালে কালিতলা ব্রাঞ্চ তৃণমূল কংগ্রেস কমিটির কর্মকর্তারা বুধ ভিত্তিক কর্মীদের নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন গঙ্গারামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লক্ষীতলা এলাকায়। এদিন কেন্দ্র সরকারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে মুখ খোলেন কালিতলা ব্রাঞ্চ তৃণমূল কংগ্রেস কমিটির কর্মকর্তারা। যেখানে উপস্থিত ছিলেন কালিতলা ব্রাঞ্চ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি লক্ষণ সূত্রধর, নারায়নপুর ও লক্ষীতলা স্থানীয় বুথ সভাপতি রঘু ঘোষ, রাজ কুমার সূত্রধর, ৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নেতা নরোত্তম হালদার, চন্ডী সূত্রধর, কুটিশ্বর সূত্রধর, ওয়ার্ডের যুব সভাপতি সুধান হালদার সহ আরো অনেকেই।
এ বিষয়ে কালিতলা ব্রাঞ্চ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি লক্ষণ সূত্রধর,বুথ সভাপতি রঘু ঘোষ ও এক স্থানীয় তৃণমূল নেতা জানিয়েছেন, কেন্দ্র সরকারের পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ আমরা অবস্থান বিক্ষোভ করছি। সাধারণ মানুষের স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সব সময় থেকে আমরা কাজ করে যাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here