অবৈধভাবে জমি কেনা বেচার আরো দুই পান্ডাকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ।

0
130

অবৈধভাবে জমি কেনা বেচার আরো দুই পান্ডাকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ।

শিলিগুড়ি:-

রাজ্যের মুখ্যমন্ত্রীর হুইপের পর উত্তরবঙ্গে গা-ঝারা দিয়ে উঠেছে পুলিশ প্রশাসন।গত বুধবার থেকে একাধিক জায়গায় একাধিক জমি মাফিয়া বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ।ইতিমধ্যে গ্রেফতার হয়েছে ফুলবাড়ীর জমির অবৈধ কারবারের মূল কান্ডারী দেবাশীষ প্রামানিক।সদ্য সম্পূর্ণ হওয়া লোকসভা নির্বাচনে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করলেও উত্তরবঙ্গে কিন্তু খালি হাতে ফিরেছে তাদের।তবে বারবার কেন উত্তরবঙ্গবাসী তৃণমূলকে খালি হাতে ফেরাচ্ছে তার অনুসন্ধান করতে গিয়ে মেলে বেশ কিছু তথ্য। তারপরেই নড়ে চড়ে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মূলত শহরে জল পানীয় জল,যানজট সহ একাধিক সমস্যা রিপোর্ট পেয়েছেন তিনি।অন্যদিকে ডাবগ্রাম-ফুলবাড়ী এলাকায় জমি মাফিয়া দের দাপাদাপি তাদের এক প্রকার দায়ী এই নির্বাচনের খারাপ ফলাফলের পেছনে।সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত কিছু দ্রুত ক্ষতি দেখার নির্দেশ দেন পুলিশ প্রশাসনকে।তারপরই শুরু হয় রনংদেহী মেজাজে অভিযান ও জমি মাফিয়া দের ধরপাকর।দেবাশিষ প্রামানিক গ্রেফতারের পর একই অভিযোগে বুধবার রাতেই এনজেপি থানার অন্তর্গত জলডুমুর এলাকা থেকে গ্রেফতার করা হয় এমডি কালামকে।বারিভাষা থেকে গ্রেফতার করা হয় বিমল রায় নামে অবৈধ জমি কারবারিকে।ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে ১০দিনের রিমান্ডের আবেদন জানাবে এনজেপি থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here