ফের দুটি গ্রাম পঞ্চায়েত দখলের পথে তৃনমূল

0
210

কোচবিহার : ফের দুটি গ্রাম পঞ্চায়েত দখলের পথে তৃনমূল। সোমবার মেখলিগঞ্জ ব্লকের বাগডোকরা- ফুলকাডাবরি ও কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের একজন করে পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিতেই ওই গ্রাম পঞ্চায়েত দুটি কার্যত তৃনমূলের দখলে আসে। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও জেলা তৃনমুল সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
গত পঞ্চায়েত নির্বাচনে বাগডোকরা- ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েতে তৃনমূল ৫, বিজেপি ৭ এবং নির্দল একটি আসনে জয়ী হয়। গ্রাম পঞ্চায়েতের দখল নেয় বিজেপি। নির্দল পঞ্চায়েত আগেই তৃনমূলে যোগ দিয়েছিল। এদিন বিজেপির এক পঞ্চায়েত সদস্য তৃনমূলে যোগ দিতেই গ্রাম পঞ্চায়েতের তৃনমূলের সদস্য সংখ্যা দাঁড়ায় ৭। অপরদিকে কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতে বিজেপি ১১, তৃনমূল ৯ ও কংগ্রেস ১ টি আসনে জয়ী হয়। এদিন কংগ্রেসের ১ ও বিজেপির ১ পঞ্চায়েত তৃনমূলে যোগ দিতেই গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল তৃনমূলের।।#

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here