নিট এবং নেট পরীক্ষায় দুর্নীতির প্রদিবাদে আন্দোলন বালুরঘাটে

0
162

নিট এবং নেট পরীক্ষায় দুর্নীতির প্রদিবাদে আন্দোলন বালুরঘাটে । কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর কুশপুতুল দাহ করলেন ছাত্রছাত্রীরা । এই দায় নিতে হবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকেও দাবী টিএমসিপির।

নিট এবং নেট পরীক্ষার দুর্নীতিতে সরব গোটা দেশ। রাজ্যের একাধিক জেলাতে এনিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। এবারে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর শহর থেকে লাগাতার আন্দোলনের ডাক দিল টিএমসিপি । শনিবার দুপুরে বালুরঘাট কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল ছাত্র পরিষদ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করে ঘটনার প্রতিবাদ জানান আন্দোলনকারীরা । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ, শহর তৃণমূল ছাত্র পরিষদের যুগ্ম কনভেনর সুরজ সাহা ও সৌরভ সরকার সহ অন্যান্যরা। এদিন কলেজ গেটে বিক্ষোভের পাশাপাশি এই ঘটনার দায় কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রীর উপরও চাপিয়েছেন তৃণমূল ছাত্রপরিষদে নেতা কর্মীরা । ডাক্তারি পরীক্ষার দুর্নিতির সঠিক তদন্তের দাবীতে আগামী দিনে জেলার প্রতিটি কলেজে লাগাতার বিক্ষোভ কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ।

তিনি বলেন, এর দায় কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রীকেও নিতে হবে । ঘটনার সঠিক তদন্তের পাশাপাশি অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করতে হবে । এই নিয়ে তাঁদের লাগাতার আন্দোলন চলবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here