ব্রেকিং
বেপরোয়া বাসের নীচে পিষ্টে গেল আস্ত মোটর বাইক। আশঙ্কাজনক বাইক চালক সহ মোট দুজন।। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের যোগমায়া মোড় সংলগ্ন এলাকায়। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে বালুরঘাট – হিলি ৫১২ নম্বর জাতীয় সড়ক। অচৈন্য অবস্থায় পড়ে থাকা দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে। ঘটনার পরেই পলাতক বেপরোয়া বাসের চালক।। যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেছে। তবে আহত বাইক চালক ও তার পেছনে থাকা বাইক আরোহী কাররই নাম পরিচয় জানা যায়নি।