শুরু রামকেলি উৎসব ও মেলা
মালদা- শুরু হল মালদার ঐতিহ্যবাহী রামকেলির মেলা। মেলা চলবে আগামী ১৭ জুন পর্যন্ত। মেলা উপলক্ষে রামকেলি ধামে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। ১৫১৫ খ্রিস্টাব্দের ১৫ জুন রামকেলি ধামে পদার্পন করেছিলেন শ্রী শ্রী চৈতন্যদেব। তাঁর পদার্পণের দিনটি অনুসরণ করে প্রতি বছর এই দিনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও মেলা সংগঠিত হয়ে থাকে। শুক্রবার সন্ধেয় উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলায় আগত দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পানীয় জল ও বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।